প্রতিনিধি , উদয়পুর :-
গত কয়েক মাস ধরে উদয়পুর শহর সহ তার আশপাশ গ্রামীন এলাকায় চোরের উপদ্রব বেড়ে চলেছিলো । এর ফলে নাগরিকদের মধ্যে ব্যাপক ক্ষোভ বাড়তে শুরু করেছিলো পুলিশের বিরুদ্ধে । চুরির ঘটনা নিয়ে রাধা কিশোরপুর থানার পুলিশ চোরেদের ধরার জন্য এবার জাল বিছাতে শুরু করে । বৃহস্পতিবার শীতের গভীর রাতে উদয়পুর ধ্বজনগর গ্রামে হানা দিয়ে তিনজন ডাকাত সহ একজন নেশা কারবারি ও একজন চোরকে গ্রেফতার করে রাধাকিশোর পুর থানায় নিয়ে আসে । শুক্রবার দুপুরে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পুলিশ মামলা নিয়ে তার তদন্ত শুরু করেছে । রাধা কিশোরপুর থানা মামলা নাম্বার ১৫৫ /২০২২ । পুলিশ এইদিন পাঁচজন অভিযুক্তকে উদয়পুর জেলা দায়রা আদালতে সোপর্দ করে । রাধাকিশোরপুর থানার পুলিশ এই পাঁচজনকে আটক করার ফলে স্বস্তির নিঃশ্বাস নেমে আসে উদয়পুর বাসীদের মধ্যে । অপরদিকে , বৃহস্পতিবার রাতেই খুপিলং রামকৃষ্ণ আশ্রমে চোরের দলহানা দিয়ে আশ্রমের অফিস ঘর থেকে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে শুরু করে কম্পিউটার পর্যন্ত চুরি করে নিয়ে যায় । এই ঘটনা শুক্রবার সকালে দেখতে পেয়ে আশ্রমের ব্রহ্মচারী খগেন্ড চৈতন্য রাধা কিশোরপুর থানায় ছুটে আসে চুরির মামলা দায়ের করার জন্য । গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আশ্রম কর্তৃপক্ষের মধ্যে ।