Home » বিশ্ব শান্তি কামনায়বিশালগড়ে হরেকৃষ্ণ উৎসব

বিশ্ব শান্তি কামনায়
বিশালগড়ে হরেকৃষ্ণ উৎসব

by admin

প্রতিনিধি, বিশালগড় , ৩০ ডিসেম্বর।। গোটা বিশ্ব আজ অশান্তির আবহে মানব জীবনকে দুর্বিসহ করে তুলেছে। রাশিয়া ইউক্রেন প্রায় এক বছর ধরে ভয়ঙ্কর অস্ত্র নিয়ে যুদ্ধ করে যাচ্ছে। একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র বিশ্বে প্রতিষ্ঠা করতে পারে শান্তি। তা বারবার প্রমাণিত হয়েছে। রাশিয়া ইউক্রেন সহ নানা দেশের ভক্তমন্ডলীর সমবেত হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হয়ে উঠে বিশালগড়। শুক্রবার ইসকনের উদ্যোগে বিশালগড়ে অনুষ্ঠিত হয় হরেকৃষ্ণ উৎসব। দেশ বিদেশের ভক্তদের মহাসমারোহে এই উৎসব অনুষ্ঠিত হয়। কয়েক হাজার ভক্ত হরিনাম সংকীর্তন নিয়ে নগর পরিক্রমা করে। এরপর টাউন হলে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হরি কথা আলোচনা করেন শ্রীমৎ ভক্তি বিজয় ভগবত স্বামী মহারাজ। উপস্থিত ছিলেন দেবারুপা মাতাজী, তন্বীকৃষ্ণ মাতাজী, স্বামী আলেকজান্ডার, রাধা মাতাজী,অমরাবতী মাতাজী,শ্রীধাম গোবিন্দ দাস,নন্দদুলাল দাস প্রমুখ ভক্তমন্ডলী। রাশিয়া ইউক্রেন যখন গোলাবারুদ নিয়ে যুদ্ধে মেতে রয়েছে। ঠিক তখনই রাশিয়া ইউক্রেনের ভক্তরা সমবেত কীর্তনে নেচে নেচে হরিনাম বিলিয়েছন। একমাত্র হরিনাম সংকীর্তন শান্তি এবং মুক্তির পথ দেখাতে পারে, তা ফের প্রমাণিত হলো হরেকৃষ্ণ উৎসবে। হরি কথা শ্রবণ শেষে মহাপ্রসাদ গ্রহণ করেন কয়েকহাজার ভক্ত।

You may also like

Leave a Comment