Home » অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়েও আসাম পুলিশের হাতে ধৃত ২ যুবক।

অত্যাধুনিক পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচার করতে গিয়েও আসাম পুলিশের হাতে ধৃত ২ যুবক।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
প্রশাসন যতই সক্রিয় হোক না কেন গাঁজা পাচার করতেই হবে এমন একটা নেশা হয়ে গেছে কিছু সংখ্যক যুবকের মধ্যে। তারা ভবিষ্যতের পরোয়া না করে সবার চোখে ধুলো দিয়ে প্রতিদিন নতুন নতুন অত্যাধুনিক পাচারের পদ্ধতি অবলম্বন করে পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কম কম করে হলেও। এমনই এক ঘটনা মঙ্গলবার সন্ধ্যায় ত্রিপুরা থেকে যখন নিশিকালীন বাসগুলি গুহাটির উদ্দেশ্যে যাচ্ছিল তখন ত্রিপুরা সীমান্ত পার হয়ে গেলেও আসাম সীমান্তে প্রবেশের ঠিক পরি আসাম চুড়াইবাড়ি চেকপোষ্টে তল্লাশিতে নিশিকালীন বাস থেকে দুই যুবক ধরা পড়ে। সৌরভ কুমার বয়স ২২ বছর বাড়ি খাগারিয়া বিহার এবং তুফানি পাসওয়ান ২৩ বছর বয়স বাড়ি খাগারিয়া বিহার। তাদের শার্টের ভেতরে শরীরের মধ্যে স্যালুট্যাপ দিয়ে কঠিন বেস্তনীতে ৮ টি প্যাকেট গাঁজা পাওয়া যায়। যেগুলি পরবর্তী সময়ে ওজন করে দেখা যায় ওজন রয়েছে ৫ কেজি ১০ গ্রাম। শরীরের মধ্যে যেভাবে গাঁজা সেটিয়ে নেওয়া হচ্ছিল তা সাধারণ মানুষের চিন্তাধারার বাইরে। তবুও পুলিশকে ফাঁকি দিয়ে গাঁজা নিয়ে পালাতে সক্ষম হলো না বিহারের দুই যুবক।

You may also like

Leave a Comment