শান্তিরবাজার প্রতিনিধি : বিগতদিনে দেখাযেতো যেসকল ছাত্র ছাত্রীরা মাধ্যমিক পরিক্ষায় উক্তিন্ন হতো তাদেরকে শুভেচ্ছা বার্তা বিনিময় করাহতো। বর্তমান প্রদেশ যুব মোর্চার সভাপতির সুশান্ত দেবের সিদ্ধান্ত অনুযায়ী বেতিক্রমী কর্মসূচী হাতে নিলো যুবমোর্চা। এইকর্মসূচীকে সফল করতে বুধবার ৩৮ জোলাইবাড়ী মন্ডল বিজেপির যুব মোর্চার উদ্দ্যোগে দক্ষিন জোলাইবাড়ী গ্রামপঞ্চায়েতে যেসকল ছাত্র ছাত্রীরা এইবছর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরিক্ষায় বসবে তাদেরকে অগ্রিম শুভেচ্ছাবার্তা প্রদানকরাহয়। মূল লক্ষ্য ছাত্র ছাত্রীরা যাতেকরে ভালোভাবে পরিক্ষাদিয়ে ভালো ফলাফল অর্জনকরতে পারে। যুব মোর্চার উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিতছিলেন জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা মন্ত্রী শুক্লাচরন নোয়াতিয়া। মন্ত্রীর পাশাপাশি আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির যুব মোর্চার সদস্য তমাল বৈদ্য, যুব মোর্চার মন্ডলের সাধারনসম্পাদক রাজীব বিশ্বাস, মন্ডলের জেনারেল সেক্রেটারী সমীর পাল সহ যুম মোর্চার অন্যান্য নেতৃত্ববৃন্দরা।
মন্ত্রীর শুক্লাচরণ নোয়াতিয়া অভাবনীয় উদ্যোগ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পরিক্ষার্থীদের মধ্যে শুভেচ্ছাবার্তা বিনিময়।
by admin
written by admin
134