Home ত্রিপুরা এক বাংলাদেশী এবং দুই দালালকে ধরে বিএসএফের ১৩৯ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে।

এক বাংলাদেশী এবং দুই দালালকে ধরে বিএসএফের ১৩৯ নং ব্যাটেলিয়ানের জওয়ানরা তুলে দিল ধর্মনগর থানার পুলিশের হাতে।

by admin
0 comment 75 views

ধর্মনগর প্রতিনিধি।
রাজ্যের বিভিন্ন জায়গায় নকল কাগজপত্র নিয়ে দিনের পর দিন কাজ করে গেলেও বাংলাদেশ যাওয়ার পথে ১৩৯ নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে ধরা পড়ল বাংলাদেশের বিশ্বনাথের নিবাসী সিলেট এলাকার মোঃ আব্দুল করিম আজাদ। ঘটনার বিবরণে জানা যায় বৈঠানবাড়ি এলাকার অর্জুনার পাশ দিয়ে ভোররাতে বাইক নিয়ে যাওয়ার সময় ১৩৯ নং ব্যাটালিয়নের বিএসএফের জওয়ানদের সন্দেহ হলে তারা বাইকটিকে তাড়া করে। তাড়া করে সন্দেহজনক ভাবে তল্লাশিতে তাদের কাছে ভারতীয় আধার কার্ড প্যান কার্ড ইত্যাদি থাকলেও কিছু সংখ্যক বাংলাদেশী জিনিস পাওয়া যায় তা থেকে বিএসএফের সন্দেহ হলে জিজ্ঞাসা বাদে মোহাম্মদ আব্দুল করিম জানায় সে ২০১৯ সাল থেকে ভারতের ব্যাঙ্গালোরে এসে কাজ করে চলেছে। ব্যাঙ্গালোরে এক দালালকে 40 হাজার টাকা দিয়ে সে নকল আধার কার্ড, প্যান কার্ড, বার্থ সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষাগতার সার্টিফিকেট সব বানিয়ে নিয়েছে। এই নিয়ে সে তিনবার বাংলাদেশ যাচ্ছিল। প্রথমবার বাংলাদেশের জাকির, শাকিল তারা তাকে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের ক্ষেত্রে টাকার বিনিময়ে সাহায্য করেছিল। এপার থেকে যাওয়ার সময় সান্টু ওরাং এবং পিন্টু ওরাং দুই ভাই এদের বাড়ি স্যাট লাং পাড়া ,ঢেপাছড়া এলাকায়। বিএসএফের জোয়ানরা মোহাম্মদ আব্দুল করিম, যে প্রকৃত বাংলাদেশী তাকে এবং দুই দালাল সান্টু ওরাঙ এবং পিন্টু ওরাং কে আটক করে ধর্মনগর থানার পুলিশের হাতে তুলে দেয়।

Related Post

Leave a Comment