ধর্মনগর প্রতিনিধি, :—- ৫৪নং কদমতলা-কুর্তি মন্ডল যুব মোর্চার উদ্যোগে যুবা চৌপাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তারকপুর, সরলা,কালাগাংগেরপাড় এলাকায় । মূলতঃ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শাষক দলের রাজনৈতিক প্রচারের অঙ্গ হিসেবেই এই যুবা চৌপাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার জেলা সভাপতি জয়জিৎ শর্মা, কদমতলা -কুর্তি মন্ডল সভাপতি রাজা ধর সহ কদমতলা কুর্তি মন্ডল যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু, কদমতলা ব্লক চেয়ারম্যান সুব্রত দেব, ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষন দাস, বিজেপি দলের প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি সহ প্রমূখরা। এদিন মূলতঃ সরলা ও তারকপুর,কালাগাংগেরপাড়, এই তিনটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় এই যুবা চৌপাল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যুবা চৌপাল অনুষ্ঠান উপস্থিত নেতৃত্বরা বলেন, আসন্ন লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে তাদের দলীয় প্রচার ও দেওয়াল লিখনের কাজ শুরু হয়ে গেছে। তাছাড়া দলীয় বিভিন্ন কর্মসূচিও কৌশলে চলছে।
এদিকে, এদিনের এই অনুষ্ঠানে পাঁচ জন ভোটার অন্য দল ত্যাগ করে গেরুয়া শিবিরে শামিল হন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে স্বাগত জানান নেতৃত্বরা।
81