
ধর্মনগর প্রতিনিধি।
প্রশাসন যতই সক্রিয় হোক না কেন গাঁজা পাচার করতেই হবে এমন একটা নেশা হয়ে গেছে কিছু সংখ্যক গাঁজা পাচারকারী যুবকের মধ্যে। তারা ভবিষ্যতের পরোয়া না করে সবার চোখে ধুলো দিয়ে প্রতিদিন নিত্য নতুন নতুন পাচারের পদ্ধতি অবলম্বন করে গাঁজা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে কম কম করে হলেও। এমনই এক ঘটনা বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ ত্রিপুরা থেকে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য নিজের শরীরে করে কিছু গাঁজা নিয়ে এক যুবক বালি ছড়া এস টি এন ইট বাট্টা সংলগ্ন এলাকায় ঘুরাফেরা করছে। ওই যুবককে দেখে এলাকাবাসীদের সন্দেহ হওয়ায় খবর দেওয়া হয় চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস কে। এলাকাবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে চুড়াইবাড়ি থানার পুলিশ ওই যুবককে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় তার নাম আসার উদ্দিন (৩৫) পিতা জামাল উদ্দিন তার বাড়ি আসাম রাজ্যের বঙ্গাইগাঁও মানিকপুর থানাধীন তিলপুকুরি এলাকায় । তাদের গায়ে থাকা জ্যাকেটের ভেতরে মধ্যে স্যালুট্যাপ দিয়ে কঠিন বেস্তনীতে ২টি প্যাকেট পাওয়া যায়। যেগুলি পরবর্তী সময়ে ওজন করে দেখা যায় ওজন রয়েছে ২কেজি ৯০০গ্রাম। শরীরের মধ্যে যেভাবে গাঁজা নিয়ে যাচ্ছিল তা সাধারণ মানুষের চিন্তাধারার বাইরে। তবুও পুলিশকে ফাঁকি দিয়ে গাঁজা নিয়ে পালাতে সক্ষম হলো না আসাম ওই যুবক