Home » আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত গাঁজা কারবারি আব্দুল সাত্তার পুলিশের জালে

আগ্নেয়াস্ত্র সহ কুখ্যাত গাঁজা কারবারি আব্দুল সাত্তার পুলিশের জালে

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৯ মার্চ।। গাঁজা কারবার সহ সীমান্ত অপরাধ কান্ডে জড়িত আবদুল সাত্তারকে গ্রেপ্তার করেছে সোনামুড়া থানার পুলিশ। বিএসএফ পুলিশের যৌথ অভিযানে গাঁজা আগ্নেয়াস্ত্র সহ ধরা পড়ে আবদুল। এদিন সোনামুড়া থানার পুলিশ বিএসএফ এবং টিএসআর বাহিনী নিয়ে সীমান্ত গ্রাম দুর্গাপুরে অভিযান চালায়। অভিযান কালে পিস্তল তাজা কার্তুজ সহ ২৭ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনার সঙ্গে যুক্ত আব্দুল সাত্তারকে আটক করে থানায় নিয়ে যায় যৌথ বাহিনী। সোনামুড়া থানার ভারপ্রাপ্ত অফিসার মানিক দেবনাথ জানান গোপন খবরের ভিত্তিতে পুলিশ অফিসার শুভঙ্কর দেববর্মার নেতৃত্বে যৌথ অভিযান সংগঠিত হয়। মঙ্গলবার রাতে আব্দুল সাত্তারের বাড়ি ঘেরাও করে রাখা হয়। বুধবার সকালে তার বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে ২৭ কেজি শুকনো গাঁজা এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। গ্রেপ্তার করা হয় আব্দুল সাত্তারকে। ওসি জানান ধৃতের বিরুদ্ধে এনডিপিএস এক্ট এবং অস্ত্র আইনে মামলা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আবেদন সহ অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে। ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

You may also like

Leave a Comment