প্রতিনিধি , উদয়পুর :-
পড়াশুনার পাশাপাশি শিশু মনের বিকাশের আরেকটি অন্যতম দিক গান-বাজনা ও খেলাধুলা । তাই শিশুদের এইসব নিয়ে মুখরিত করতে গোমতী জেলায় আবারো শুরু হতে যাচ্ছে শিশুদের প্রানের উৎসব শিশু উৎসব । নাচ, গান, আর্ট, আবৃত্তি, যেমন খুশি সাজো সহ বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক আসর নিয়ে প্রতিবারের মতো এবারও উদয়পুর সাংস্কৃতিক মঞ্চের উদ্যোগে আগামী ২রা এপ্রিল থেকে ৮ই এপ্রিল পর্যন্ত সাত দিনব্যাপী উদয়পুর শিশু উদ্যানে শুরু হতে যাচ্ছে গোমতী জেলা ভিত্তিক শিশু উৎসব । বৃহস্পতিবার বিকাল চারটায় শিশু উদ্যান প্রাঙ্গনে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই কথা জানান গোমতী জেলা ভিত্তিক শিশু উৎসব কমিটির আহ্বায়ক দীপঙ্কর চক্রবর্তী । তিনি জানান, এবার পঞ্চম বর্ষ জেলা ভিত্তিক শিশু উৎসব অনুষ্ঠিত হবে শিশু উদ্যানে । এখন পর্যন্ত প্রায় এক হাজার দুশত অধিক শিশু, সোনামণি এই শিশু উৎসবে অংশগ্রহণ করার জন্য আবেদন পত্র সংগ্রহ করেছে । তার পাশাপাশি এই উৎসবে মোট ৯টি বিভাগে প্রতিযোগিতা চলবে । নৃত্য, সংগীত, রূপ ও সংলাপ, আবৃত্তি, তবলা লহরা, বসে আঁকো, গিটার, ক্রাফ্ট, যোগাসন সহ অভিভাবক অভিভাবিকাদের জন্য পিঠে পুলি প্রতিযোগিতার মতো প্রতিযোগিতামূলক আসরের ব্যবস্থা করা হয়েছে । প্রতিযোগী প্রতিযোগিনির সংখ্যা বেশি হওয়ায় উদয়পুর শিশু উদ্যানের পাশাপাশি উদয়পুর টাউনহলের মঞ্চেও একই সাথে এই সাত দিন বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা চলবে । এই সকল প্রতিযোগিতামূলক আসরে সোনামণি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠরত শিশুরা বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করছে । সাত দিনব্যাপী শিশু উৎসবকে আরো সুন্দর করে তুলতে মেলা প্রাঙ্গণে তৈরি করা হয়েছে বিভিন্ন অস্থায়ী স্টল । সেই সকল স্টলে বিভিন্ন স্ব-সহায়ক দলের লোকেরা তাদের পরসা সাজিয়ে বসবে । আগামী ২ রা এপ্রিল বিকাল ৪ টায় রাজ্যের অর্থ, পরিকল্পনা ও সমন্বয় এবং তথ্য ও সম্প্রচার দপ্তরের মন্ত্রী প্রনজিৎ সিংহ রায়ের হাত ধরে উদয়পুর শিশু উদ্যানে সাত দিনব্যাপী গোমতী জেলা ভিত্তিক শিশু উৎসবের শুভ উদ্বোধন হবে এবং আগামী ৮ ই এপ্রিল বিকাল ৫টায় শিশু উদ্যানে অনুষ্ঠিত হবে সমাপ্তী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী । এই প্রতিযোগিতামূলক আসরে বিভিন্ন প্রতিযোগিতায় সবথেকে বেশি পুরস্কার প্রাপ্ত তিনজন শিশুকে শ্রেষ্ঠ শিশুর শিরোপা তুলে দেওয়া হবে বলে জানান উৎসব কমিটির আহ্বায়ক । এই দিন এই সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন শিশু উৎসব কমিটির সহ-আহ্বায়ক তনয় দীপ রায়, সভাপতি তাপস দাস, কোষাধক্ষ্য গৌতম নন্দী এবং মেলা কমিটির সদস্য নন্দদুলাল দেবনাথ, শম্পা সরকার ও ঝুমা চক্রবর্তী । উৎসব কমিটির চেয়ারম্যান গোমতী জেলার জনসাধারণের কাছে জেলা ভিত্তিক এই শিশু উৎসবকে সার্বিকভাবে সাফল্যমন্ডিত করতে সকলের সহযোগিতার হাত চেয়েছেন ।