Home » সাংবাদিকদের বিজেপির দালাল বলে আখ্যায়িত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা

সাংবাদিকদের বিজেপির দালাল বলে আখ্যায়িত করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা

by admin

সুদীপ রায় বর্মনের কথা শুনতেই তেলে বেগুনে জ্বলে উঠতেই, সাংবাদিকরা গৌষ্ঠী কোন্দলের প্রশ্ন তুলতেই প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিত সিনহা একপ্রকার মেজাজ হারিয়ে সাংবাদিকদের বিজেপির দালাল বলে আখ্যায়িত করলেন । তিনি এতটাই ক্ষেপে লাল হয়ে যান, আমন্ত্রিত সাংবাদিকদের আঙ্গুল উঁচিয়ে বিলোনিয়া কংগ্রেস ভবনে থেকে কেটে পড়ার জন্য হুঁশিয়ারি দেন ।
সাংবাদিকরা বিজেপির দালালি করছে। পেইড নিউজ তৈরি করছে। অভিমত ব্যক্ত করলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা। পাল্টা প্রশ্ন করা হয় সব সাংবাদিক কি বিজেপির দালালি করছে। উত্তরে জানালেন না। জনৈক সাংবাদিকের প্রশ্ন আপনারা বলতে সব সাংবাদিক বিজেপির দালালি করে কাজ করছে কিনা । উত্তরে বিরোজিৎ সিনা কংগ্রেস ভবনে উপস্থিত স্থানীয় এক সাংবাদিকের প্রতি আঙ্গুল তুলে জানালেন উনি এই ধরনের কাজ করছেন। কোনরূপ তথ্য প্রমাণ রয়েছে কিনা এর উত্তরে বীরজিৎ সিনহা কোন উত্তর দেয়নি। বিজেপির দালাল হিসেবে সাংবাদিককে চিহ্নিত করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ক্ষোভের সঞ্চার হয়েছে। সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি কাছে জানতে চাওয়া হয় বিলোনিয়া সাংগঠনিক কাজে একাধিকবার বিরোজিৎ সিনহা নিজে এসেছেন অথচ কংগ্রেসের রাজ্য নেত্রী স্থানীয়র মধ্যে সুদীপ বর্মন, আসিষ সাহা ওনারা আসছেন না কেন। এর পেছনে কি দলের আভ্যন্তরীণ গোষ্ঠী কোনদল চিত্র রয়েছে কিনা। এই প্রশ্ন শুনতেই বিরোজিৎ সিনহা উত্তেজিত হয়ে ওঠেন। সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন বেরিয়ে যান। কোন কথা বলবো না। এছাড়া বিরজিৎ সিনাকে স্থানীয় এক সাংবাদিক প্রশ্ন করে জানতে চান শোনা যাচ্ছে আপনি নাকি বিজেপিতে যোগ দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ,’ হা ‘ভালই তো। আপনারাই বিজেপির দালালি করে পেইড নিউজ করছেন।আরো বললেন বিজেপির দালালি গিরি করে নিউজ করা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতির এইধরনের মন্তব্যে স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়
। কংগ্রেসের ভারতজোড় আন্দোলনে দক্ষিণ জেলা বিভিন্ন জায়গায় কংগ্রেস কর্মী সমর্থকদের উপর একাধিক ঘটনায় বিজেপি আশ্রিত দুর্বৃত্ত দলের হামলা নিয়ে এদিন তিনি দক্ষিণ জেলা পুলিশ সুপার কার্যালয়ে যান। দোষীদের গ্রেফতারের দাবী জানিয়ে ডেপুটেশন দিতে। ডেপুটেশন দিয়ে ফেরার সময় পুলিশ সুপার কার্যালয় থেকে বেরিয়ে আসার সময় সাংবাদিকদের কাছে বাইট দেওয়ার জন্য দাঁড়ালেও কোন সাংবাদিক বিরোজিৎ সিনহার বাইট নেয়নি ঘটনার প্রতিবাদে। এই ঘটনা নিয়েও বিভিন্ন মহলের তীব্র ক্ষোবের সঞ্চার হয়েছে। সর্বভারতীয় দল কংগ্রেসের ত্রিপুরা প্রদেশ সভাপতি এ ধরনের মন্তব্য নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়েছে।

You may also like

Leave a Comment