Home » মহকুমা ভিত্তিক নেশা মুক্তি খেলো প্রতিযোগিতা গকুলনগর

মহকুমা ভিত্তিক নেশা মুক্তি খেলো প্রতিযোগিতা গকুলনগর

by admin

প্রতিনিধি
কমলাসাগর –

রাজ্যের যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছেন রাজ্যের বিভিন্ন স্থানে, বিভিন্ন কৌশলের মধ্যে দিয়ে রাজ্যের ক্রিয়া ও যুব বিষয়ক দপ্তরে তত্ত্বাবধানে। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন এলাকায় যুব সমাজকে নেশা থেকে দূরে করার জন্য যুব সমাজকে নেশা থেকে গুড়িয়ে বিভিন্ন খেলায় অংশগ্রহণ করাচ্ছেন, কখনো ফুটবল খেলা কখনো ক্রিকেট খেলায় কখনো কবাডি কখনো জোডু, তারে অঙ্গ হিসেবে বিশালগড় মহকুমা ভিত্তিক যুবকদের নেশা মুক্তি করার লক্ষ্যে বিশালগড় যুব ক্রীড়া বিষয়ক দপ্তরের উদ্যোগে রাস্তারমাথা খেলার মাঠে কবাডি খেলার ওপর অ্যাওয়ারনেস প্রোগ্রামের আয়োজন করা হয়, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা বিশালগড় পুরো পরিষদের চেয়ারম্যান অঞ্জনপুর কায়েস্ত সিপাহীছলা জেলা উত্তরের বিজেপি সভাপতি গৌরাঙ্গ ভৌমিক জেলা উত্তর যুব মোর্চার সভাপতি দীপ্তনু দাস,সম্পাদক বিকাশ সাহা সহ বিশালগড় যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিক আলমগীর হোসেন সহ অনান্যরা। উক্ত খেলায় জয়ীদের মধ্যে বিভিন্ন রকম পুরস্কারে আয়োজন করা হয়েছে। রাজ্যের যুব সমাজকে নেশার হাত থেকে রক্ষা করার জন্য রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারিখ একটি অঙ্গ হিসেবে আজ রাস্তা মাথা খেলার মাঠে বিশালগড় মহকুমা যুব ক্রীয়া বিষয়ক দপ্তর উদ্যোগে তারই আয়োজন।

You may also like

Leave a Comment