Home » বিদ্যালয়ের নির্মাণ কাজ খতিয়ে দেখতে আচমকা সফর বিধায়কের

বিদ্যালয়ের নির্মাণ কাজ খতিয়ে দেখতে আচমকা সফর বিধায়কের

by admin

তেলিয়ামুড়া প্রতিনিধিঃ–
বিদ্যালয়ের নতুন পাকা বাড়ির নির্মাণ কাজ কেমন চলছে এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়াশোনার ব্যাপারে কতটা মনোযোগী তা দেখতে মঙ্গলবার তেলিয়ামুড়ার ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শনে আসেন।
পরিদর্শনকালে বিধায়কের সঙ্গে ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান অপু গোপ সহ অন্যান্যরা।
এ প্রসঙ্গে বিধায়ক চিকিৎসক অতুল দেববর্মা জানিয়েছেন,, আর কয়েকদিনের মধ্যেই নতুন পাকা বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়ে উদ্বোধন হবে, সেই কাজ কেমন চলছে তা পরিদর্শনে এবং বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা পড়াশোনার ব্যাপারে কতটা মনোযোগী তা দেখতে এবং বিদ্যালয়ের পরিকাঠামো কেমন আছে তা দেখতে মূলত এদিনের এই পরিদর্শন।
তাছাড়া বিধায়ক বলেন,, বরাবরই আমার বিদ্যালয়, পড়াশোনা, ছাত্র ছাত্রী এই জিনিসগুলোর প্রতি একটা অন্যরকম ভালোলাগা কাজ করে তাই যখনই সময় পাই আমার বিধানসভা এলাকার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করি।

You may also like

Leave a Comment