প্রতিনিধি কৈলাসহর:-শিক্ষা দপ্তরের অধীনস্ত ককবরক এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর ও ধর্মনগরের বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের বিশিষ্ট সমাজ সংস্কারক ও কবি গোকুলানন্দ গীতি স্বামীর জন্মবার্ষিকীকে সামনে রেখে দুই দিনের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
২৬শে নভেম্বর সকাল ১০টা থেকে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধর্মনগর মিউনিসিপ্যাল কাউন্সিলের চেয়ারম্যান মিতালী রানী দাস,বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন কমিটির চেয়ারম্যান প্রশান্ত সিনহা,নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরী মহাসভা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি ডঃ কৃষ্ণদাস সিংহ শাস্ত্রী,কাকেই পত্রিকার সম্পাদিকা অনিতা সিনহা, ত্রিপুরা সংস্কৃত কলেজের প্রাক্তন অধ্যক্ষা নিরুপমা সিনহা সহ অনেকেই।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মিতালী রানী দাস।স্বাগত ভাষণ রাখেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন কমিটির সদস্য মধু মঙ্গল সিনহা।তিনি তার বক্তব্যে ত্রিপুরা সরকারকে ধন্যবাদ জানান।সমাপ্তি ভাষণে প্রশান্ত সিনহা বলেন ভাষা সাহিত্য সংস্কৃতি উন্নয়নের কর্মযজ্ঞে সবার সহযোগিতা চাই।তবেই কিছু পরিবর্তন করা সম্ভব হবে।র্যালির পরে মন মুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা ও কবি সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে চিত্রাঙ্গদা মিউজিক কলেজের ছাত্র ছাত্রী , নৃত্যাঞ্জলী ডান্স একাডেমীর শিক্ষিকা গহীনা সিনহা থেকে শুরু করে বিভিন্ন জায়গার শিল্পীরাও অংশগ্রহণ করেন । ২৭শে নভেম্বর ২০২৪, “জাতীয় শিক্ষানীতি ২০২০-এর আলোকে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার উন্নয়ন” বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।এই সেমিনারে গবেষক, ভাষাবিদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি সমাজের শিক্ষক শিক্ষিকা,বিশিষ্ট ব্যক্তিরা তাদের মতামত ও দৃষ্টিভঙ্গি তুলে ধরছেন।এই দুই দিনের অনুষ্ঠানের মূল লক্ষ্য হলো বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সংরক্ষণ ও বিকাশে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ এবং জাতীয় শিক্ষানীতির আলোকে এর ভবিষ্যৎ উন্নয়ন নিশ্চিত করা।
এই সেমিনার বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে একটি মাইলফলক হিসেবে প্রমাণিত হবে।ত্রিপুরা সরকারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে ভাষা সংরক্ষণের গুরুত্ব ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে।এই অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন অমিত ও অমৃতা।
কবি গোকুলানন্দ গীতি স্বামীর জন্মবার্ষিকীকে সামনে রেখে দুই দিনের একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে
29
previous post