28
প্রতিনিধি মোহনপুর:- নমো যুবযাত্রা শীর্ষক বাইক রেলির সমাপ্তির দিনে মোহনপুর এবং বামুটিয়া বিধানসভা থেকে বাইক রেলিতে যুক্ত হল কর্মী সমর্থকরা। মোহনপুর বিধানসভার শেষ প্রান্ত এবং বামুটিয়া বিধানসভার শুরু ভাটি ফটিকছড়া এলাকা থেকে এই বাইক রেলিকে স্বাগত জানানো হয়েছে। এখান থেকেই দুই বিধানসভা এলাকা থেকে শত শত বাইক যুক্ত হয়েছে রেলিতে। উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ, প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস সহ দলের অন্যান্য নেতৃত্বরা।