প্রতিনিধি মোহনপুর :- দীর্ঘ বছর যাবত বসবাস করা জনগণকে ভিটেমাটি থেকে উচ্ছেদের চক্রান্তের বিরুদ্ধে সরব হলো গ্রামবাসী। ঘটনা বামুঠিয়া বিধানসভা এলাকার অন্তর্গত বড়লোঙ্গার শিবির গ্রামে। প্রায় ৩ শতাধিক গ্রামবাসী একত্রিত হয়ে মোহনপুর মহকুমা শাসকের নিকট দিয়েছেন ডেপুটেশন। দাবি করেছেন এসআরপি গ্রুপ নামক প্রতিষ্ঠান গ্রামবাসীর কাছ থেকে জমি কেরে নেওয়ার যে চক্রান্ত করছে তা বন্ধ করতে।
সম্প্রতি বিনোদিনী চা বাগান যেটা বর্তমানে এসআরপি গ্রুপ নামে পরিচিত তারা বড়লোঙ্গার শিবির গ্রামের জনগণের নামে জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করেছে। সেই অভিযোগের ভিত্তিতে মোহনপুর মহকুমা শাসক ২৮টি পরিবারকে নোটিশ পাঠিয়েছেন। এই গ্রামের সীমানায় যে সমস্ত বাড়ি রয়েছে শুধুমাত্র তাদেরকেই নোটিশ করা হয়েছে।আজ ছিল হিয়ারিং। এই হিয়ারিংকে কেন্দ্র করে গোটা গ্রামের মানুষ হাজির হয়েছে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ের সামনে। এই দিন মিছিল করে গ্রামবাসী হাজির হয়েছে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে। বামুটিয়ার প্রাক্তন বিধায়ক কৃষ্ণ ধনদাস বলেন বিগত প্রায় ৬০ বছর যাবত এই গ্রামে মানুষ স্থায়ীভাবে বসবাস করছেন। অনেকেই জমি ক্রয় করে নিয়েছেন। অনেকে খাসের জমিতে রয়েছেন। আবার অনেককে সন্ত্রাসবাদী কার্যকলাপে বড়কাঠালে ক্ষতিগ্রস্ত হওয়ার পর তৎকালীন সরকার এই এলাকায় এনে আশ্রয় দিয়েছিলেন। সেই সময় বর্তমান এসআরপি গ্রুপ বিনোদিনী চা বাগান নামে অন্য মালিকের হাতে ছিল। সে সময় মালিকের সাথে আর্থিক লেনদেনেরও তথ্য-প্রমাণ রয়েছে গ্রামবাসীর কাছে। কিন্তু সম্প্রতি এসআরপি গ্রুপ কর্তৃপক্ষ এই জমির তাদের দাবি করে মহকুমা শাসকের কাছে অভিযোগ করে। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন কৃষ্ণ ধনদাস। এদিন মহাকুমা শাসকের সাথে গ্রামবাসী, জনপ্রতিনিধি এবং অন্যান্য নেতৃত্বরা আলোচনাক্রমে সিদ্ধান্ত করেন মহকুমা শাসকের তরফে একটি টিম গঠন করে গ্রাম পরিদর্শন করবে। সেখানে গ্রামবাসীর সাথে আলোচনা করবে এবং সমস্যাগুলো সম্পর্কে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সদস্য জয় লাল দাস, মোহনপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সঞ্জীব দাস সহ অন্যান্যরা।
নিজের ভিটে মাটি রক্ষায় মহকুমা শাসকের নিকট ডেপুটেশন দিল গ্রামবাসী
36