প্রতিনিধি , উদয়পুর :-বাইক ড্রাইভ করার নামে চুরি হয়ে গেল লক্ষ টাকা দামের একটি বাইক । ঘটনা উদয়পুর মহারানী হীরাপুর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , মঙ্গলবার দুপুর ১:৩০ মিনিট নাগাদ মুকেশ মিঞা পোদ্দার নামে এক যুবক তার ব্যক্তিগত বাইক বিক্রি করার জন্য অনলাইনে ওএলএক্স এ বিজ্ঞাপন দিয়ে দেয় । সেই বিজ্ঞাপন দেখে এক উপজাতি যুবক মুকেশকে ফোন করে সে বাইকটি কেনার জন্য । তখন যথারীতি মুকেশ মহারানী এলাকায় তার বোনের বাড়িতে যখন বেড়াতে যায় তখন সে বোনের বাড়ির সামনেই সরোজ কুমার জমাতিয়া নামে এক উপজাতি যুবক সে বাইকটি দেখে এবং মুকেশ এর কাছে আবদার করে সে বাইকটি টেস্ট ড্রাইভিং করবে । এই কথা বলে তার কাছ থেকে বাইকটি নিয়ে যায়। কিন্তু ঘন্টার পর ঘন্টা পার হয়ে গেলেও টেস্ট ড্রাইভিং থেকে ফিরে না আসায় মুখেশ মিঞা পোদ্দারের সন্দেহ দানা বাঁধে । পরে মহারানী ফাঁড়ি থানায় গিয়ে এই অভিযোগ সরাসরি জানানো হয় । মুকেশ আমাদের সংবাদ প্রতিনিধিকে জানিয়েছে ছেলেটির সম্ভবত বাড়ি কিল্লা এলাকায়। তার কারণ কথাবার্তার মধ্য দিয়ে সে ছেলেটি টেস্ট ড্রাইভিং করার আগে এমনটাই জানিয়ে ছিল মুকেশ কে । ৪১ ঘন্টা পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পুলিশ বাইকটি উদ্ধার করতে পারেনি। টিআর ০৩ এইচ ৯৬৯০ নাম্বারের এই বাইকটি এখনো বাইকের মালিক মুকেশ মিঞা পোদ্দার খুঁজে চলেছে। এখন দেখার পুলিশ বাইকটি উদ্ধার করতে কতটুকু সক্ষম হয় সে দিকে তাকিয়ে রয়েছে উদয়পুর সোনামুড়া চৌমুহনি এলাকার বাসিন্দা মুকেশ মিঞা পোদ্দার।
265
previous post