Home » মানিক সরকারকে গ্রেফতার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ

মানিক সরকারকে গ্রেফতার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ

মানিক সরকারকে গ্রেফতার করলো রাধাকিশোরপুর থানার পুলিশ

by admin

প্রতিনিধি, উদয়পুর :-চৈত্র মাসে বাইক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উদয়পুর শহর এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় , গত রবিবার বিকেলে রাধাকিশোরপুর থানার অন্তর্গত জগন্নাথ দিঘির পাড় থেকে টি আর ০৩ ডি ৯৮৮৮ নাম্বারের একটি বাইক চুরি করে নিয়ে যায় চোরেরা । এই ঘটনার কিছুক্ষণ পরে বাইকের মালিক দিলীপ সাহা তার নিজের বাইক খোঁজে না পেয়ে থানার দারস্থ হয় । পরে পুলিশ বাইক মালিক দিলীপ সাহার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্তে নামে । প্রায় ৩৮ ঘন্টা পর পুলিশ গোপন খবরের ভিত্তিতে উদয়পুর ছনবন স্থিত এক বাড়িতে অভিযান চালিয়ে বাইকটিকে উদ্ধার করতে সক্ষম হয় । সাথে বাইক চুরির ঘটনার সঙ্গে যুক্ত মানিক সরকারকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে । যেভাবে চুরির হিরিক বাড়ছে উদয়পুরে তাতে করে উৎকণ্ঠায় দিন যাপন করছে উদয়পুর শহর এলাকার নাগরিকরা। পুলিশ আরো শক্ত হাতে এই ধরনের চুরির ঘটনা যাতে মোকাবেলা করে সে আশা প্রকাশ করেন শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকরা ।

You may also like

Leave a Comment