প্রতিনিধি মোহনপুর:-গুণগত মানের চারা তৈরীর উপর কৃষকদের নিয়ে এক দিবসিয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বেড়ীমুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। বেড়ীমুড়া ব্রেইভ ক্লাব এবং মোহনপুর এগ্রি সাব ডিভিশন যৌথভাবে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এলাকার ২৫ জন কৃষক অংশ নেন এই কর্মশালায়। বামুটিয়া এলাকার একটা বৃহৎ অংশের মানুষ জীবিকা নির্বাহ করার জন্য সরাসরি কৃষি কাজের উপর নির্ভর। কিন্তু এখনো এলাকার কৃষক চিরাচরিত প্রথায় মাটির মধ্যে বিভিন্ন ফসল ফলের চারা তৈরি করে আসছেন। আধুনিক পদ্ধতিতে গুণগতমান সম্পন্ন, রোগমুক্ত, সুস্থ সবল চাড়া কিভাবে তৈরি করা যায় তা হাতে-কলমে শেখানোর প্রশিক্ষণ দেওয়া হয় এদিন। মোহনপুর এগ্রি সুপারিনটেনডেন্ট ডক্টর উত্তম সাহা হাতে কলমে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করেন। পোর্ট্রেট ট্রে , কোকোপিট ৬০ শতাংশ, ভারমিকুলেট ২০ শতাংশ,পার্লাইট ২০শতাংশ ব্যবহার করে ভাল সুস্থ চালা তৈরির প্রশিক্ষণ দেয়া হয় কৃষকদের। এছাড়াও কৃষকদের কৃষিকাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে অবগত করা হয় এই দিন। কৃষকদের নিয়ে করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রশিক্ষণ শেষে কৃষকদের মধ্যে সিডলিং ট্রে বিতরণ করা হয় দপ্তরের তরফে। উপস্থিত ছিলেন পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এবং দপ্তরের অন্যান্য আধিকারিকরা।
101
next post