উদয়পুর প্রতিনিধি
জাতি জনজাতি সহ সমস্ত অংশের মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে উদয়পুর মহকুমা বনদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ তথা মৌমাছি প্রতি পালনের সরঞ্জাম , সেলাই মেশিন , বনদপ্তরের অধীনে স্ব- সহায়ক দলের সদস্যাদের ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১১ টায় উদয়পুর টাউন হলে । প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জেলার জিলা সভাধিপতি স্বপন অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক কুমার ঘোষ, গোমতী জেলার বন আধিকারিক এন কে চঞ্চল পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ । এদিন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , যেভাবে বন ধ্বংস করা হচ্ছে , আগামী ৩০ বছর পর রাজ্যে মানুষ বেঁচে থাকবে না । যেভাবে জনজাতি এলাকায় মাইলের পর মাইল রাবার গাছ লাগানো হচ্ছে তাতে করে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য । বিধায়ক বলেন , বন ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে । জনজাতি এলাকাগুলিতে দিশেহারা হয়ে রয়েছে পরিবার গুলি। যেভাবে ড্রাগসের বার বারন্ত তাতে করে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ । তাই রাজ্য সরকার থেকে নেশা মুক্ত ত্রিপুরা করার ডাক দেওয়া হয়েছে । এদিন ১০০ জন বেনি ফিসারিদের মধ্যে ৭০ জনকে দেওয়া হয় মৌমাছি পালনের জন্য তিনটি করে মৌমাছি বাক্স , ৩০ টি সেলাই মেশিন ও শুকর পালনের জন্য আশি হাজার টাকার একটি লোন দেওয়া হয় । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর টাউনহলে বেনিফিসারিদের উপস্থিতি ছিলো সারা জাগানো।