Home » বনদপ্তরের অধীনে স্ব- সহায়ক দলের সদস্যাদের ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

বনদপ্তরের অধীনে স্ব- সহায়ক দলের সদস্যাদের ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

by admin

উদয়পুর প্রতিনিধি

জাতি জনজাতি সহ সমস্ত অংশের মানুষের আর্থ সামাজিক মান উন্নয়নের লক্ষ্যে উদয়পুর মহকুমা বনদপ্তরের উদ্যোগে প্রশিক্ষণ তথা মৌমাছি প্রতি পালনের সরঞ্জাম , সেলাই মেশিন , বনদপ্তরের অধীনে স্ব- সহায়ক দলের সদস্যাদের ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বুধবার সকাল ১১ টায় উদয়পুর টাউন হলে । প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন গোমতী জেলার জিলা সভাধিপতি স্বপন অধিকারী । এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক কুমার ঘোষ, গোমতী জেলার বন আধিকারিক এন কে চঞ্চল পুর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমুখ । এদিন বিধায়ক বিপ্লব কুমার ঘোষ ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন , যেভাবে বন ধ্বংস করা হচ্ছে , আগামী ৩০ বছর পর রাজ্যে মানুষ বেঁচে থাকবে না । যেভাবে জনজাতি এলাকায় মাইলের পর মাইল রাবার গাছ লাগানো হচ্ছে তাতে করে ধ্বংস হয়ে যাচ্ছে পরিবেশের ভারসাম্য । বিধায়ক বলেন , বন ধ্বংসের মাধ্যমে আগামী প্রজন্মকে বিপদের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে । জনজাতি এলাকাগুলিতে দিশেহারা হয়ে রয়েছে পরিবার গুলি। যেভাবে ড্রাগসের বার বারন্ত তাতে করে ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ । তাই রাজ্য সরকার থেকে নেশা মুক্ত ত্রিপুরা করার ডাক দেওয়া হয়েছে । এদিন ১০০ জন বেনি ফিসারিদের মধ্যে ৭০ জনকে দেওয়া হয় মৌমাছি পালনের জন্য তিনটি করে মৌমাছি বাক্স , ৩০ টি সেলাই মেশিন ও শুকর পালনের জন্য আশি হাজার টাকার একটি লোন দেওয়া হয় । গোটা অনুষ্ঠানকে কেন্দ্র করে উদয়পুর টাউনহলে বেনিফিসারিদের উপস্থিতি ছিলো সারা জাগানো।

You may also like

Leave a Comment