উদয়পুর প্রতিনিধি
মঙ্গলবার সন্ধ্যায় বাগমা সরকার পাড়া গ্রামে কংগ্রেসের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে বের হয়ে রাজনৈতিক সংঘর্ষ বাদে । রাজনৈতিক সংঘর্ষে ভাঙচুর করা হয় জেলা কংগ্রেস সভাপতির গাড়ি । আহত হয় কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী । রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নিয়ে বুধবার দুপুর একটায় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে পিসিসি সদস্য মিলন করে নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশানে মিলিত হয় । ডেপুটেশান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা মিলন কর বলেন , গতকাল বাগমা রাজনৈতিক সংঘর্ষের বিষয় নিয়ে কথা হয়েছে জেলা পুলিশ সুপারের সাথে । সেই সাথে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে । গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ । ডেপুটেশান শেষে সন্তোষ প্রকাশ করেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা ।