Home » উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে গোমতী জেলা পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশানে মিলিত হয়উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে

উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে গোমতী জেলা পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশানে মিলিত হয়উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে

by admin

উদয়পুর প্রতিনিধি

মঙ্গলবার সন্ধ্যায় বাগমা সরকার পাড়া গ্রামে কংগ্রেসের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযানে বের হয়ে রাজনৈতিক সংঘর্ষ বাদে । রাজনৈতিক সংঘর্ষে ভাঙচুর করা হয় জেলা কংগ্রেস সভাপতির গাড়ি । আহত হয় কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী । রাজনৈতিক সংঘর্ষের ঘটনা নিয়ে বুধবার দুপুর একটায় উদয়পুর জেলা কংগ্রেসের উদ্যোগে পিসিসি সদস্য মিলন করে নেতৃত্বে পাঁচজনের একটি প্রতিনিধি দল গোমতী জেলা পুলিশ সুপারের নিকট এক ডেপুটেশানে মিলিত হয় । ডেপুটেশান শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস নেতা মিলন কর বলেন , গতকাল বাগমা রাজনৈতিক সংঘর্ষের বিষয় নিয়ে কথা হয়েছে জেলা পুলিশ সুপারের সাথে । সেই সাথে পুলিশ সুপার আশ্বস্ত করেছেন পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে । গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ । ডেপুটেশান শেষে সন্তোষ প্রকাশ করেন জেলা কংগ্রেসের নেতৃত্বরা ।

You may also like

Leave a Comment