Home » ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, ডঃ মহেন্দ্র সিং

ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, ডঃ মহেন্দ্র সিং

by admin

প্রতিনিধি, বিশালগড়, ২৮ নভেম্বর।। বিজেপির সাংগঠনিক জেলা সিপাহীজলা (উত্তর) এবং (দক্ষিণ) এর কার্যকর্তাদের নিয়ে বৈঠক করলেন বিজেপির নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিং। সিপাহীজলা উত্তরে পাঁচটি বিধানসভা এবং দক্ষিণে চারটি বিধানসভা কেন্দ্র রয়েছে। সবগুলি আসনে বিজেপির জয় সুনিশ্চিত করার লক্ষ্যে দলের কার্যকর্তাদের গুরুত্বপূর্ণ পাঠ দিলেন নির্বাচনী প্রভারী। এদিন সিপাহীজলা (উত্তর) জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বিশ্রামগঞ্জের সুর সম্রাট শচীন দেববর্মন কলা কেন্দ্রে। সেখানে বিজেপির নির্বাচনী প্রভারী ডক্টর মহেন্দ্র সিংহ ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, প্রদেশ সম্পাদিকা তথা জেলা প্রভারী মৌসুমী দাস, সিপাহীজলা (উত্তর) জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, বিধায়ক বীরেন্দ্র কিশোর দেববর্মা, সিপাহীজলা জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, বিশালগড় পুর পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ। বৈঠকে কার্যকর্তাদের মধ্যে ছিলেন জেলা কমিটির সকল সদস্য, জেলা মোর্চার সভাপতি সাধারণ সম্পাদক, মন্ডল কমিটির সভাপতি সাধারণ সম্পাদক, জেলা পরিষদ এবং নগর পঞ্চায়েত সদস্য পুর পরিষদের কাউন্সিলর, গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান প্রমূখ। বিজেপির নির্বাচনী প্রভারী ডঃ মহেন্দ্র সিংহ কার্যকর্তাদের উদ্দেশ্যে বলেন বিগত পাঁচ বছরে ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকার কি কাজ করেছে তা সারা দেশবাসী অনুভব করতে পারছে। আজ সারা দেশের মানুষ ত্রিপুরায় আসার জন্য মরিয়া হয়ে থাকেন। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য পরিবেশ মানুষকে আকর্ষণ করে। পর্যটন শিল্পের দারুন বিকাশ হয়েছে। সবচেয়ে বড় বিষয় হলো একসময় ত্রিপুরায় আসতে ভিন রাজ্যের নাগরিকরা ভয় পেতেন। কারণ এখানে ছিল সন্ত্রাসবাদ। আজ শান্তি প্রতিষ্ঠা হয়েছে। মানুষের প্রগতি হচ্ছে। সরকার এবং কার্যকর্তারা কাজ করেছে বলেই এখন মানুষের ঘরে ঘরে যাওয়ার সাহস করছে। ঘর ঘর বিজেপি অভিযান সফল করতে সকল কার্যকর্তা ঝাঁপিয়ে পড়েছে। অতীতে কখনো কোন রাজনৈতিক দল রিপোর্ট কার্ড নিয়ে মানুষের দরবারে যায়নি। কারণ তারা মানুষের জন্য কাজ করেনি। এছাড়া সিপাহীজলা (দক্ষিণ) জেলার বৈঠক অনুষ্ঠিত হয় সোনামুড়ায়। সেখানে নির্বাচনে প্রভারী ডঃ মহেন্দ্র সিং ছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুভাষচন্দ্র দাস, বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক কিশোর বর্মন, রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান জসিম উদ্দিন, জেলা সভাপতি দেবব্রত ভট্টাচার্য প্রমুখ। ডঃ মহেন্দ্র সিং বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজী এ রাজ্যের সকল মানুষের কল্যাণে আন্তরিকভাবে কাজ করেছেন। করোনা মহামারী পরিস্থিতিতে আপনারা মানুষের পাশে ছিলেন। তাই আগামী দিনেও এই দুই মাস আপনারা অক্লান্ত পরিশ্রম করে পুনরায় বিজেপির সরকার প্রতিষ্ঠা করুন। রাজ্যের মানুষের উন্নয়নের স্বার্থে একমাত্র বিজেপির সরকার প্রতিষ্ঠা করা প্রয়োজন।

You may also like

Leave a Comment