প্রতিনিধি
কমলাসাগর
আগামী ২০২৪ লোকসভা নির্বাচনকে সামনে রেখে কমলাসাগর বিধানসভা বিভিন্ন বুথে বুথে চলছে সংগঠন বৈঠক ও সভা। সেই বৈঠকের অন্তর্গত ১২ নং বুথে দলীয় সভার মাধ্যমে ৪ পরিবারের ১৬ জন ভোটার সিপিআইএম(CPIM ) দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। উনাদের হাতে ভারতীয় জনতা পার্টির দলীয় পতাকা তুলে দেয় এবং আগামী লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী জির নেতৃত্বে তৃতীয়বার বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে কাজ করার অঙ্গীকার বদ্ধ হন। তাছাড়া কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের উন্নয়ন মুখী প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষের অর্থনৈতিক সচল করার যে পরিকল্পনা নিয়েছেন তা বাস্তবায়িত করার লক্ষ্যে সকল অংশের জনগণকে বিজিপি দলের যোগদান করে তা বাস্তবেই তো করার জন্য আহ্বান জানান। উপস্থিত ছিলেন সিপাহী জলা জেলা উত্তারাং শের যুব মোর্চার সম্পাদক বিকাশ সাহা মহাশয়, বুথ সভাপতি সুধাংশু দেব মহাশয়, প্রধান অঞ্জনা রায় মহাশয়া, পঞ্চায়েত মেম্বার সহ সকল বিজেপি কার্যকর্তা গণ।