Home » সংবিধান দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত।

সংবিধান দিবস উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত।

by admin

ধর্মনগর প্রতিনিধি।
সংবিধান দিবস উপলক্ষে জেলা আইন সেবা কর্তৃপক্ষ এবং মহকুমা আইনসেবা কমিটির উদ্যোগে ধর্মনগর কোর্ট কমপ্লেক্সে preamble অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমা আইন সেবা কমিটির মেম্বার সেক্রেটারি অপরাজিতা সিংহ এবং কর্তৃপক্ষের সমস্ত কর্মী এবং পি এল ভি এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন এছাড়াও সংবিধান দিবসে উপলক্ষে দুটি কর্মসূচি অনুষ্ঠিত হয় উত্তর ত্রিপুরা জেলা আইন সভা কর্তৃপক্ষের উদ্যোগে গোল্ডেন ভ্যালি হায়ার সেকেন্ডারি স্কুলে সংবিধান দিবস উপলক্ষে জেলাভিত্তিক এক সেমিনার অনুষ্ঠিত হয় সেমিনারে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট সেশন জজ সৌরভ সাহা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ডিস্ট্রিক্ট সেক্রেটারি রাজশ্রী চক্রবর্তী গোল্ডেন ভ্যালি বিদ্যালয়ের প্রিন্সিপাল মানস দে জেলার বিভিন্ন বিদ্যালয়গুলি থেকে ছাত্র-ছাত্রীরা এই সেমিনারে অংশগ্রহণ করেন সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে বক্তারা আলোচনা করেন পাশাপাশি স্কুলের ছাত্রছাত্রীরাও এই আলোচনায় অংশগ্রহণ করেন সংবিধান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের সচেতন করে তোলা এবং তাদের যাতে স্পষ্ট ধারণা জাগ্রত হয় সে ব্যাপারে আলোচনায় অংশগ্রহণকারী বক্তারা দৃষ্টি আকর্ষণ করেন আলোচনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মহকুমা আইন সেবা কমিটির উদ্যোগে বাঘন উচ্চ মাধ্যমিক স্কুলে সংবিধান দিবস পালন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কমিটির মেম্বার সেক্রেটারি অপরাজিতা সিংহ সংবিধান দিবসের তাৎপর্য নিয়ে বিস্তৃত আলোচনা করেন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় ।

You may also like

Leave a Comment