147
ধর্মনগর প্রতিনিধি।২৬ নভেম্বর:—- ত্রিপুরা থেকে অসমে খালি কন্টেনার গাড়ি নিয়ে যাবার সময় অসম ত্রিপুরা সিমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের পুলিশের হাতে গাঁজাসহ আটক এক লরি চালক। আজ রবিবার সকাল এগারোটা নাগাদ AS01NC-5795 নম্বরের একটি খালি কন্টেনার গাড়ি নিয়ে আগরতলা থেকে অসমে যাবার জন্য অসম ত্রিপুরা সিমান্তের চুরাইবাড়ি পুলিশ ওয়াচ পোস্টের সামনে AS01NC-5795 নম্বরের গাড়ি নিয়ে আসে আব্দুল ওয়াহিদ নামে লরি চালক। তখন পুলিশ গাড়িটি তল্লাশি করে দশ প্যাকেটে প্রায় ১০ কেজি ৬০০গ্রাম গাঁজা জব্দ করে। যার কালোবাজারী মূল্য প্রায় দুই লক্ষ টাকা বলে জানান ইনচার্জ প্রনব মিলি । এদিকে বাজারিছড়া থানার পুলিশ গাড়ি চালক আব্দুল ওয়াহিদকে আটক করে এনডিপিএস আইনে মামলার রুজু করেছে। ধৃত চালকের বাড়ি কাছার জেলার গুমরায়।