Home » ওড়িশার হোটেলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আর এক রুশ পর্যটকের দেহ, দুই মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

ওড়িশার হোটেলে রক্তাক্ত অবস্থায় উদ্ধার আর এক রুশ পর্যটকের দেহ, দুই মৃত্যুতে ঘনাচ্ছে রহস্য

by admin

ওড়িশায় আবার মৃত্যু হল এক রাশিয়ান পর্যটকের। সে রাজ্যের রায়াগাড়া জেলার একটি হোটেল থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ৬৫ বছর বয়সি পাভেল অ্যান্থমকে। গত বৃহস্পতিবার ওই হোটেলেই অস্বাভাবিক ভাবে মারা যান পাভেলের বন্ধু তখা সফরসঙ্গী, আর এক রাশিয়ান নাগরিক ভ্লাদিমির বিদেনভ। চার দিনের মাথায় একই হোটেলে দুই বিদেশির মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গত রবিবার পাভেলের রক্তাক্ত দেহ হোটেলের সামনে থেকে উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে হোটেলের তিন তলা থেকে কোনও ভাবে পড়ে গিয়েই মারা গিয়েছেন তিনি। তবে এ বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ। পাভেলের বন্ধু ভ্লাদিমিরকে হোটেলের তিন তলার একটি ঘর থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়েছিল। তারপর তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ভ্লাদিমিরের ঘরে তল্লাশি চালিয়ে অনেকগুলি ফাঁকা মদের বোতল উদ্ধার করেছিল পুলিশ।

You may also like

Leave a Comment