
প্রতিনিধি, গন্ডাছড়া ২৪ জানুয়ারি:- মেলা থেকে বাড়ি ফেরার পথে অটো রিক্সা দুর্ঘটনায় এক কলেজ পড়ুয়া ছাত্রের মৃত্যু। মৃত যুবকের নাম সঞ্জয় বর্মন(২০) বাবা ধীরেন্দ্র বর্মন, বাড়ি গন্ডাছড়া থানাধীন রামনগর মাছঘাট। ঘটনার বিবরণে জানা যায় মঙ্গলবার গন্ডাছড়া নারায়ণপুর চৌদ্দ মাদল গৌরাঙ্গ মহাপ্রভুর উৎসব থেকে রাত সাড়ে বারোটা নাগাদ অটো করে বাড়ির ফেরার পথে গন্ডাছড়া- অমরপুর রাস্তার মাছকুম্ভীর হাইস্কুল সংলগ্ন এলাকায় বাঘ নিতে গিয়ে অটো রিক্সাটি উল্টে যায়। তাতে করে সঞ্জয় বর্মন গুরুতর আহত হয়। দুর্ঘটনার বিকট শব্দ শুনে আশপাশ এলাকার মানুষ ছুটে এসে গন্ডাছড়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেয় ।অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে গুরুতর আহত অবস্থায় সঞ্জয়-কে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বুধবার মরদেহ ময়না তদন্ত শেষে পরিবারের লোকজনদের হাতে তুলে দেয়। এদিকে গন্ডাছড়া থানার পুলিশ এ বিষয়ে একটি মামলা হাতে নিয়ে ঘটনার তদন্ত শুরু করে এবং অটোচালক তাপস সরকারকে আটক করে। আজ তাকে গন্ডাছড়া এসডিজেএম কোর্টে তোলা হয়। জানা গেছে চালকের বাড়ি অমরপুর মালবাসা। পুলিশের ধারণা চালকের অতিরিক্ত মদ্যপান এর কারণে এই দুর্ঘটনাটি ঘটে। উল্লেখ্য সঞ্জয় বর্মন গন্ডাছড়া সরকারি মহাবিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র। সে ছিল সহজ সরল প্রকৃতির মানুষ। সবাই তাকে খুব আদর করত। তার এই অকাল মৃত্যুতে গোটা এলাকার মানুষ কান্নায় ভেঙ্গে পড়ে।