107
প্রতিনিধি মোহনপুর:-বামুটিয়া বিধানসভা এলাকায় সিপিআইএম দলের ভাঙ্গন অব্যাহত রাখল বিজেপি। বুধবার পৃথক দুটি যোগদান সভায় ১০২ জন ভোটার সিপিআইএম দল ছেড়ে বিজেপি দলে যোগদান করেন। বামুটিয়া বিধানসভার নোয়াগাঁও এলাকায় এই যোগদান সভাতে বিধায়ক কৃষ্ণ ধন দাসের নেতৃত্বে ২০ পরিবারের ৪৯ জন ভোটার বিজেপি ঝান্ডা হাতে নিলেন। অন্যদিকে ৫ নং বুথে পৃথক আরেকটা যোগদান সভায় ১৯ পরিবারের ৫৩ জন ভোটার সিপিআইএম ছাড়লেন। মন্ডল সভাপতি বিজু পাল নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে বরণ করে নিলেন।