শুক্রবার ভারতীয় জনতা পার্টি রাইমাভ্যালী মন্ডলের উদ্যোগে রইস্যাবাড়ি বাজারে এক সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন রাইমাভ্যালী মণ্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা, রইস্যাবাড়ি ব্লকের ভাইস চেয়ারম্যান কস রঞ্জন ত্রিপুরা প্রমুখ। অপরদিকে শুক্রবার সন্ধ্যারাতে রইস্যাবাড়ি মায়া কুমার পাড়াতে ভারতীয় জনতা পার্টির এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। যোগদান সভায় ৪ পরিবারের ১১ ভোটার সিপিএম দল ত্যাগ করে বিজেপি দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরণ করে নেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা বলেন ২০২৩ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ যতই এগিয়ে আসছে রাইমাভ্যালীতে বিজেপির জনসমর্থন ততই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন গত সাড়ে চার বছরে বিজেপি-আইপিএফটি জোট সরকারের শাসনে গোটা রাজ্যের সাথে রাইমাভ্যালীতেও ব্যাপক উন্নয়ন ঘটেছে। রাস্তাঘাট থেকে শুরু করে স্বাস্থ্য, শিক্ষা,পানীয় জল, বিদ্যুৎ পরিষেবার ব্যাপক উন্নতি ঘটেছে। এছাড়াও কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের তথ্য তুলে ধরেন। পাশাপাশি গত ২৫ বছরের বাম শাসনের সমালোচনা করে বক্তব্য রাখেন।
রইস্যাবাড়িতে একই দিনে ভারতীয় জনতা পার্টির বাজার সভা এবং যোগদান সভা অনুষ্ঠিত হয়।
by admin
written by admin
111
previous post