Home » লাভাথী সম্মেলন শুরু উদয়পুরে

লাভাথী সম্মেলন শুরু উদয়পুরে

by admin

শুক্রবার সকাল ১১ টায় গোমতী জেলা ভিত্তিক সম্মেলন লাভাথি সম্মেলন অনুষ্ঠিত হয় উদয়পুর রাজষি কলাকেন্দ্রে। প্রদীপ প্রজ্জ্বলন করে সম্মেলনের শুভ উদ্বোধন করেন কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় । এছাড়া উপস্থিত ছিলেন , বিধায়ক বিপ্লব কুমার ঘোষ , গোমতী জেলাশাসক গোভেকার ময়ূর রতিলাল, গোমতী জেলার জেলা সভাধিপতি স্বপন অধিকারী, সহকারি সভাধিপতি ও পৌর চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার সহ প্রমূখ । এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন গোমতি জেলার জেলাশাসক । পরে কৃষিমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন , রাজ্য সরকার ক্ষমতায় আসার পর সিদ্ধান্ত নেয় রাজ্যের প্রতিটি পঞ্চায়েত থেকে শুরু করে প্রত্যেক পরিবারকে রোজগারের রাস্তায় নিয়ে আসতে হবে । দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট বছরে কেন্দ্রীয় সরকার ভারতের অন্তিম পর্যায়ের মানুষকে বিশেষ করে মহিলাদেরকে স্বশক্তিকরণ করা , রোজগারের রাস্তায় নিয়ে আসা সেই সকল পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে যা প্রয়োজন তা সমস্ত কিছু করা হয়েছে ভারত সরকারের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে । ভারত সরকারের সে প্রকল্পকে অনুসরণ করে রাজ্য সরকার বিগত সাড়ে চার বছরের উপরে একটি লক্ষ্য ছিল রাজ্যের মানুষকে শক্তিশালী করতে হবে । এছাড়া সরকারের যে সকল বেনি ফিশারি প্রকল্পগুলি রয়েছে সে সকল প্রকল্পগুলি মানুষের কাছে পৌঁছে দেওয়া খুবই জরুরী তার জন্য রাজ্য সরকার পঞ্চায়েতের মাধ্যমে এবং বেনিফিশারীদের কাছে সে সকল প্রকল্প গুলি পৌঁছে দিতে সক্ষম হয়েছে । আজকের দিনে দাড়িয়ে বিভিন্ন প্রকল্পের সুবিধা রাজ্যের মানুষ পেতে শুরু করেছে । এদিন মন্ত্রী ভাষণ রাখতে গিয়ে বিগত বাম সরকারকে ব্যাপক আক্রমণ শানান । বিগত দিনে সরকারি ঘর পেতে হলে বামেদের দলীয় অফিস থেকে তা লিখে দেওয়ার পর সেই ঘর পাওয়া যেতো । কিন্তু বর্তমান সময়ে সরকারি ঘর পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের দলীয় সিম্বলের প্রয়োজন হয় না ভারতের প্রধানমন্ত্রী সকলের জন্য সে ঘর দেওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানান কৃষি মন্ত্রী । এই দিনের অনুষ্ঠানের বেনিফিসারিদের হাতে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা এবং লোনের অর্থ রাশির তুলে দেওয়া হয় মন্ত্রীর হাত ধরে । এদিন লাভাথী সম্মেলনে গ্রামীন এলাকায় মহিলাদের উপস্থিতি ছিল সারা জাগানো ।

You may also like

Leave a Comment