প্রতিনিধি, বিশালগড় , ২৫ নভেম্বর।। চুড়ান্ত ভোটার তালিকা তৈরির কাজ চলছে সারা রাজ্যে। প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে যাবতীয় প্রস্তুতি চলছে। সিপাহীজলা জেলার নয়টি বিধানসভার প্রাপ্ত বয়স্ক সকল নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার যাবতীয় প্রশাসনিক প্রক্রিয়া জারি রয়েছে। নির্ভুল ভোটার তালিকা তৈরি বিষয়ে শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করেন সিপাহীজলা জেলা শাসক বিশ্বশ্রী বি। জেলা শাসক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা শাসক বিশ্বশ্রী বি যারা এখনো ভোটার তালিকায় নাম নথিভুক্তিকরণের জন্য আবেদন করেননি তাদের অতি দ্রুত আবেদন করার জন্য আহবান জানান। তিনি জানান বিএলও রা বাড়ি বাড়ি গিয়ে কাজ করছে। ১৭ বছর বয়সী নাগরিকরাও ৬ নম্বর ফর্ম জমা করতে পারবে। আবেদনকারীর বয়স ১৮ হওয়ার পর তাকে ভোটার আই কার্ড দেওয়া হবে। গত ৯ নভেম্বর থেকে সিপাহীজলা জেলার নয়টি বিধানসভা কেন্দ্রের সবগুলো পোলিং স্টেশনে নতুন ভোটারদের জন্য আবেদন পত্র জমা নেওয়ার কাজ শুরু হয়েছে । প্রথম দফায় ২৪ নভেম্বর পর্যন্ত কাজ শেষ হয়েছে। ২৪ নভেম্বর পর্যন্ত সিপাহীজলা জেলায় সর্বমোট নতুন ভোটারদের আবেদন পত্র জমা পড়েছে ১০০৫২ টি। এই সংখ্যাটা বৃদ্ধি পাবে বলে তিনি জানান। সেই সঙ্গে দাবি আপত্তি সংশোধনী আবেদনও জমা পড়েছে। সিপাহীজলা জেলায় একজন প্রাপ্ত বয়স্ক নাগরিকও যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেই লক্ষ্যে প্রশাসন কাজ করছে বলে জানান জেলাশাসক বিশ্বশ্রী বি। কোন অসুবিধা হলে জেলা ও মহকুমা শাসক অফিসে কন্ট্রোল রুমে যোগাযোগ করার জন্য নাগরিকদের প্রতি আহবান রাখেন জেলা শাসক বিশ্বশ্রী বি।
100