Home » আগরতলায় দুই যুবক যুবতীর কাছ থেকে উদ্ধার পিস্তল ।

আগরতলায় দুই যুবক যুবতীর কাছ থেকে উদ্ধার পিস্তল ।

by admin

নিজস্ব প্রতিনিধি , আগরতলা :-প্রতিদিন আগরতলা রেল স্টেশনে গাঁজা থেকে শুরু করে বাংলাদেশি নাগরিকরা পাড়ি জমাচ্ছে বহি:রাজ্য। ‌ কিন্তু গত কয়েক মাস ধরে আগরতলা রেলস্টেশনে প্রতিনিয়ত তল্লাশি চালানোর ফলে রেল স্টেশনে থাকা জিআরপি থানার পুলিশ প্রতিনিয়ত সাফল্যের মুখ দেখতে পাচ্ছে । এবার শুক্রবার রাত আনুমানিক ১০:৪৫ মিনিট নাগাদ এক মহিলা ও এক পুরুষের কাছ থেকে উদ্ধার হয় নাইন এম এম পিস্তল। সেই সাথে উদ্ধার করা হয় খালি দুইটি ম্যাগজিন , দুটি স্মার্ট মোবাইল ফোন ইত্যাদি । এই নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা নেওয়া হয় অস্ত্র আইনে । শনিবার আদালতে তাদের পুলিশ রিমান্ডে চেয়ে সোপর্দ করা হবে । জানা গিয়েছে প্রিয়া দেববর্মা এবং করণ দেববর্মা নামে এই দুইজন যুবক-যুবতীর বাড়ি ত্রিপুরার খোয়াই ।

You may also like

Leave a Comment