12
প্রতিনিধি কৈলাসহর:-ধর্মনগর থেকে কৈলাসহর আসার পথে চিনিবাগান নাকা পয়েন্ট এলাকায় শনিবার সকালে চা পাতা বোঝাই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে। জানা গেছে গাড়িটি ধর্মনগরের কদমতলা থেকে কৈলাসহরের মনুভ্যালি চা বাগানের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।তবে গাড়ি চালকের দাবি ব্রেকফেল হওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে যায়।কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান,গাড়িটি দ্রুতগতিতে চলছিল এবং একটি ই রিক্সায় ধাক্কা মারার সাথে সাথেই রাস্তার মাঝে উল্টে পড়ে এই গাড়িটি।দুর্ঘটনায় কেউ আহত না হলেও এলাকায় তীব্র চাঞ্চল্য এবং যানজট সৃষ্টি হয়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গাড়িটি সরিয়ে ফেলে।