
প্রায় প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন প্রান্তে সিপিআইএম , মথা সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ত্যাগ করে বিজেপি শিবিরে যোগদান অব্যাহত। এরকমই এক সাড়া জাগানো যোগদান সভা আজ অনুষ্ঠিত হয় বিজেপি ২৭ কল্যাণপুর প্রমোদনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নকশিরাই এলাকাতে।
সংশ্লিষ্ট যোগদান সভার মধ্য দিয়ে নকশিরাই এবং সন্নিহিত এলাকার ২৩ পরিবারের ৬৭৫ জন ভোটার সিপিআইএম, মথা সহ কংগ্রেস দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টি শিবিরে যোগদান করেন। নবাগতদের ভারতীয় জনতা পার্টির পরিবারে বরণ করে নেন পূর্ব ত্রিপুরা থেকে নির্বাচিত সাংসদ রেবতি ত্রিপুরা, রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, কল্যাণপুর প্রমোদনগর কেন্দ্রের বিধায়ক পিনাকী দাস চৌধুরী , জনজাতি নেতৃত্ব বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি জীবন দেবনাথ প্রমুখ। এই বিপুলসংখ্যক ভোটারদের ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নিয়ে সাংসদ রেবতী ত্রিপুরা দাবি করেন এই সময়ের মধ্যে গোটা একটাই ব্র্যান্ড, মোদি। তিনি দাবি করেন গোটা দেশের মধ্যে বর্তমান সময়ে সকল স্তরের সাধারণ মানুষই নিজেদের আর্থ-সামাজিক ব্যবস্থার বিকাশের জন্য মোদি গ্যারান্টিতেই বিশ্বাস রাখতে পছন্দ করছেন। নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারত শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে আর্থ সামাজিক ব্যবস্থায় অভূতপূর্ব বিকাশের দিকে এগিয়ে চলছে বলে কল্যাণপুরে দাঁড়িয়ে সাংসদের বলিষ্ঠ দাবি। পাশাপাশি আজকের এই যোগদান সভার মধ্য দিয়ে একদিকে যেমন দলের শক্তি বৃদ্ধি পেয়েছে, ঠিক এর পাশাপাশি আগামী দিনে সকলকে সাথে নিয়েই উন্নয়নের কর্মযজ্ঞকে এগিয়ে নিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করলেন স্থানীয় বিধায়ক পিনাকী দাস চৌধুরী।
এই যোগদান সভা ঘিরে এবং বিভিন্ন স্তরের নেতৃত্বদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।