124
প্রতিনিধি, বিশালগড় , ২২ ফেব্রুয়ারি।। বিশালগড় মহকুমা আইন সেবা কতৃপক্ষের উদ্যোগে অনুষ্ঠিত হয় আইনি সচেতনতা শিবির। বৃহস্পতিবার বিশালগড় ব্লকের নেহালচন্দ্রনগর গ্রামে অনুষ্ঠিত হয় এই শিবির। মূখ্য আলোচ্য বিষয় ছিল দিব্যাঙ্গজন কুশল বিকাশ এবং রোজগার সেতু। আলোচনা করেন আইনজীবী সুমিতা রায়। দিব্যাঙ্গদের আর্থসামাজিক বিকাশে গৃহীত সরকারি প্রকল্পের সুবিধা ভোগ করতে করনীয় পদক্ষেপ গুলো আলোচনা করেন তিনি। দিব্যাঙ্গজনদের সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে এবং আইনি সহায়তা বিনামূল্যে গ্রহণের বিষয় নিয়ে আলোচনা হয়। আইনি সচেতনতা শিবিরে গ্রামের অসংখ্য নরনারী অংশ নেন।