স্বর্ণালংকার চুরি এবং ক্রয় করার অভিযোগে তিন অভিযুক্তকে জালে তুললো খোয়াই থানার পুলিশ। চুরির ঘটনাটি সংঘটিত হয় চলতি মাসের ১৪ তারিখ। থানায় চুরির অভিযোগ দায়ের হয় ২১-১০-২০২৪ তারিখ। খোয়াই থানায় দায়ের কৃত মামলার নম্বর ৬৬/ ২০২৪ । ভারতীয় দণ্ডবিধির ৩৩১ (৪)/৩০৫(এ )/৩৫ ধারায় মামলা লিপিবদ্ধ হয়।খোয়াই থানার পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ তারিখ খোয়াই থানাধীন আঠাইবাড়ি এলাকায় জৈনিক ব্যক্তি অনল রায় দেববর্মার বাড়িতে চুরির ঘটনা সংঘটিত হয়। চোর নগদ টাকা, মোবাইল ফোন এবং স্বর্ণালংকার নিয়ে চম্পট দেয়। পরবর্তী সময়ে পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে নেমে ঘটনার সাথে যুক্ত চাম্পা হাওর থানাধীন তুলাশিকর রাম দেওয়ান চৌধুরীপাড়ার যুবক আকাশ দেববর্মার হদিশ পায়। পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং থানায় নিয়ে আসে। পুলিশের জেরায় সে জানায় চুরি যাওয়া স্বর্ণালংকার গুলো ছেবড়ি এবং কল্যাণপুর এলাকার জৈনিক স্বর্ণকার সৌমেন দেবনাথ এবং প্রানেশ দাসের নিকট বিক্রি করেছে সে। খোয়াই থানার পুলিশ তার স্বীকারোক্তি মূলে দুই স্বর্ণকারকে জালে তুলে। এবং তাদের কাছ থেকে চুরি যাওয়া স্বর্ণালংকার গুলো উদ্ধার করে। সোমবার সন্ধ্যায় খোয়াই থানায় এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভারপ্রাপ্ত খোয়াই মহকুমার ডিএসপি রঙ্গদুলাল দেববর্মা এবং খোয়াই থানার ওসি সুবীর মালাকার।
স্বর্ণালংকার চুরি এবং ক্রয় করার অভিযোগে তিন অভিযুক্তকে জালে তুললো খোয়াই থানার পুলিশ।
by admin
written by admin
111
previous post
মাতাবাড়িতে প্রসাদ প্রকল্পের কাজ ঘুরে দেখলেন অর্থমন্ত্রী
next post