প্রতিনিধি, বিশালগড়, ।। বিশালগড়ে আবারো সক্রিয় হয়ে ওঠেছে চোরচক্র। মাঝখানে কিছুদিন বন্ধ ছিল চুরি ছিনতাই। দুর্গোৎসব সাঙ্গ হতেই শুরু হয়েছে চুরি। রবিবার রাতে বিশালগড় থানার অন্তর্গত নারাউড়া এলাকায় বিএসএফ জওয়ানের বাড়িতে দুঃসাহসিক চুরি কান্ড সংগঠিত করে চোরের দল। বাড়ি ঘরের দরজার তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করে ১১ ভরি স্বর্ণালংকার সহ নগদ হাজার টাকা এবং মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল। জানা যায়, বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষ তার সহধর্মিনী কে নিয়ে রবিবার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সোমবার সকালে বাড়িতে ফিরে দেখেন ঘরের তালা উধাও। লন্ডভন্ড পুরো ঘর। খবর পেয়ে বিশালগড় থানায় পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। শুরু হয় পুলিশের তদন্ত। এদিন দুপুরেই বিশালগড় থানার পুলিশ নবী মিয়া, পিতার নাম গফুর মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। জানা যায়, বেশ কিছুদিন পূর্বে নবী মিয়া বিএসএফ জওয়ান মনোরঞ্জন ঘোষের বাড়িতে কোন এক বিষয়কে কেন্দ্র করে বাড়ি লুট করে নেওয়ার হুমকি দিয়েছিল। গোটা বিষয়টি তদন্ত করছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সকলকে আটক এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।
59