Home » মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের মূখে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা ব্যবসায়ী পুলিশের জালে।

মিজোরাম থেকে ত্রিপুরায় প্রবেশের মূখে ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ দুই নেশা ব্যবসায়ী পুলিশের জালে।

by admin

ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার ভোর বেলা ত্রিপুরা-মিজোরাম সীমান্তের দশরথ সেতু হয়ে TR01b-0314 নম্বরে একটি বলেরু গাড়িতে করে অভিনব কায়দায় ৬টি বান্ডিলে ৬০ হাজার ইয়াবা ট্যাবলেট নিয়ে ত্রিপুরায় প্রবেশের পথে দামছড়া থানার ওসি সঞ্জয় মজুমদারের নেতৃত্বে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মিলে গাড়িতে তল্লাশি চালিয়ে এই ছয় কোটি টাকার ইয়াবা ট্যাবলেট জব্দ করে । সঙ্গে গাড়িতে থাকা দুজন নেশা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম মামন হোসেন(৩৪) বাড়ি বিশালগর এলাকায় অপর নেশায় ব্যবসায়ী কৃষ্ণ চন্দ্র সিংহ(৩৫) বাড়ি রানিরবাজার এলাকায়। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে একটি মামলা হাতে নিয়ে বৃহস্পতিবার ধর্মনগর জেলা আদালতে প্রেরণ করেছে।এই ঘটনার খবর পেয়ে এলাকাতে পৌঁছান উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকরা। এবিষয়ে দামছড়া থানার অসি সঞ্জয় মজুমদার জানিয়েছেন আগামী দিনে দামছড়া সহ পার্শ্ববর্তী এলাকাগুলো দিয়ে এ ধরনের নেশা বিরোধী অভিযান জারি থাকবে।

You may also like

Leave a Comment