101
প্রতিনিধি, উদয়পুর :-
সন্ধ্যার পরে উদয়পুরে বিভিন্ন জায়গায় নেশা রমরমা ব্যবসা চলে আসছে দীর্ঘদিন যাবত । এর ফলে ধ্বংস হচ্ছে যুবসমাজ। এবার নেশা বিরোধী অভিযান শুরু করলো উদয়পুর রাধাকিশোরপুর থানা । মঙ্গলবার সন্ধ্যা রাতে উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নেশা বিরোধী অভিযানে নামে। এদিন সন্ধ্যায় উদয়পুর রাজারবাগ এলাকা থেকে তিন নেশা কারবারি কে বিলেতি মদ সহ গ্রেপ্তার করে পুলিশ । তাদের কাছ থেকে বেশ কিছু বিলেতি মদ উদ্ধার করে পুলিশ। পরে মহকুমা পুলিশ অধিকারীক নিজগাড়ি করে রাধা কিশোরপুর থানায় নিয়ে আসে । নেশা বিরোধী অভিযান করার ফলে এদিন উদয়পুর বাসীদের মধ্যে কিছুটা স্বস্তির নিঃশ্বাস নেমে আসে । যেভাবে রাধা কিশোরপুর থানার পুলিশ নেশা বিরোধী অভিযান শুরু করেছে গোটা উদয়পুরে । তাতে করে নেশা বিক্রেতাদের মধ্যে ভূকম্পন শুরু ।