
মঙ্গলবার সকাল ১১ ঘটিকায়। খোয়াই জেলার অন্তর্গত সীমান্ত গ্রাম আশারামবাড়ির বনবাজার লেক পরিদর্শনে আসেন রাজ্যের মাননীয় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি লাল্লু । কেন্দ্রীয় সরকার জনজাতি কল্যাণে যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন সেগুলির সঠিক বাস্তবায়ন হচ্ছে কিনা সে বিষয়ে এদিন খোঁজখবর নেন রাজ্যের মাননীয় রাজ্যপাল । তিনি বিভিন্ন প্রকল্পগুলি পরিদর্শন করেন এদিন। রাজ্যপাল ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ডা: রমেশ চন্দ্র যাদব,জেলাশাসক চাঁদনী চন্দ্রন । মাননীয় রাজ্যপাল বন বাজার লেক এসে প্রথমে তিনি বিএসএফ এর শহীদ জওয়ানদের প্রতি সমবেদনা জানান । তারপর রাজ্যপালকে চিরাচরিত রিসাপরিয়ে সংবর্ধনা জানানো হয়। রাজ্যপাল স্থানীয় এলাকার মানুষের সাথে কথা বললেন সরকারের বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন এবং কিভাবে বন বাজার এলাকাকে আরো বেশি করে উন্নত করা যায় । এ নিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সাথে কথা বললেন । তারপর তিনি বনবাজার এলাকার দু তিনটে প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা যারা ঘর পেয়েছেন সেগুলিও পরিদর্শন করেন। পরিশেষে তিনি ২ দিনের খোয়াই জেলা সফর শেষ করে আগরতলার উদ্দেশ্যে রওনা হন।