92
ধর্মনগর প্রতিনিধি।
গোপন সূত্রের ভিত্তিতে ধর্মতলার পুলিশ দুর্গাপুর রেলগেটের পাশে ঘুরাঘুরি করছিল এমন তিনজনকে গ্রেফতার করে। তল্লাশিতে তাদের কাছ থেকে 30 কেজি শুকনো গাজা উদ্ধার হয়। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম মোস্তফা আহমেদ বাড়ি ধনপুর সোনামুড়া, শিপন দে বাড়ি আগরতলার বাধার ঘাটে এবং হিবদুল হোসেন বাড়ি পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। উল্লেখ্য ৩-৪ মাস নির্বাচনের তৎপরতা থাকায় পুলিশের চোখে ধুলো দিয়ে বেশ কিছু নেশা কারবারি সক্রিয় হয়ে উঠেছিল এখন পুলিশের জালে এক এক করে ধরা পড়ছে।