Home » ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা।

ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা।

by admin

পূর্বের সামান্য ঘটনাকে কেন্দ্র করে আচমকা বাড়িতে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে এক যুবককে প্রাণে মারার চেষ্টা। শুধু তাই নয় ধারালোঅস্ত্র দিয়ে আঘাত করার ফলে সেই যুবকের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে ঘাতকের হাতে আক্রান্ত হয় সেই গৃহবধূ রিতা আক্তার। বর্তমানে হাঁপানিয়া হাসপাতালে চিকিৎসা সেরে অভিযুক্ত বুরখান উদ্দিনের বিরুদ্ধে মধুপুর থানায় খুনের মামলা দায়ের করে। ঘটনা কমলাসাগর বিধানসভার মিয়াপাড়া এলাকায়। ঘটনার বিবরণে প্রকাশ দীর্ঘদিন পূর্বে একটি জলের পাম্প মেশিন ওই এলাকা থেকে চুরি হয়ে যায়।যদিও সেই ঘটনা অনেক পূর্বেই মীমাংস হয়ে যায়। কিন্তু সেই রেশ টেনে মিয়াপাড়া এলাকার বোরখান উদ্দিন মঙ্গলবার বিকাল নাগাদ ওই এলাকারই অসহায় দিনমজুর কামাল হোসেনের বাড়িতে প্রবেশ করে।ঐ সময় কামাল হোসেন বাড়িতেই ছিল। সামান্য কথা কাটাকাটি হতেই বোরখান উদ্দিন তার পকেট থেকে ধারালো একটি ছুরি নিয়ে তার পেটের মধ্যে আঘাত করার চেষ্টা করে।কিন্তু কামাল হোসেন সেখান থেকে কোনো রকমে সরে দাঁড়ায়। কিন্তু হাত দিয়ে প্রাণে বাঁচার চেষ্টা করলে তার হাতের মধ্যে লেগে পুরোপুরি কেটে যায়। জানা যায় তার হাতের মধ্যে চারটি সেলাই লেগেছে। সেই কামাল হোসেনের চিৎকারে তার স্ত্রী এগিয়ে আসলে সেই মহিলাও তার আক্রমণের হাত থেকে থেকে রক্ষা পায়নি। জানাযায় সেই গৃহবধূ রিতা আক্তারকে পেটে এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে এমনকি মাটিতে ফেলে প্রচন্ড ভাবে মারধোর করে।পরবর্তী সময়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাঁপানিয়া হাসপাতালে সেখান থেকে চিকিৎসা সেরে মধুপুর থানায় অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে মামলা দায়ের করে। জানা যায় ঐ এলাকার গরু চুরির ত্রাস হিসেবে পরিচিত বুরখান উদ্দিন। তার যন্ত্রণায় এলাকার জনগণ অতিষ্ঠ। বিভিন্ন জায়গা থেকে গরু চুরি করে নিয়ে এসে বাংলাদেশে পার করা তার মুখ্য কাজ। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় গরু চুরির মামলা রয়েছে। তাই অসহায় পরিবার মধুপুর থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে অভিযুক্ত বোরহান উদ্দিনের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি রাখছে। এখন দেখার বিষয় মধুপুর থানার পুলিশ মামলা হাতে নিয়ে অভিযুক্ত বোরখান উদ্দিনের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করে। যদিও পরিবারটি অসহায় অবস্থায় হয়ে থানার প্রতি আকুল আবেদন রাখলেন অভিযুক্ত বোরখান উদ্দিনের কঠোর শাস্তি।

You may also like

Leave a Comment