Home ত্রিপুরা পুকুরে তলিয়ে মৃত্যু শিশুকন্যার

পুকুরে তলিয়ে মৃত্যু শিশুকন্যার

by admin
0 comment 117 views

প্রতিনিধি , উদয়পুর :-চার বছরের শিশু কন্যা পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যুর ঘটনা সামনে আসে মঙ্গলবার দুপুর বেলায় । জানা যায় , উদয়পুর খিলপাড়া তালতলা এলাকার বাসিন্দা আশীষ কর্মকারের চার বছরের শিশুকন্যা অনন্যা কর্মকার ঠাকুমার সঙ্গে পাশের বাড়িতে পূজার প্রসাদ খাওয়ার জন্য যায় । কিন্তু ঠাকুমাকে ফাঁকি দিয়ে কোন সময়ে বাড়ির পাশে থাকা পুকুরে নেমে যায় চার বছরে অনন্যা কর্মকার তা বুঝে উঠতে পারছে না বাড়ির সদস্যরা । বাড়ির লোকজনরা দীর্ঘক্ষণ সময় খোঁজাখুঁজি করে না পেয়ে পুকুরে তল্লাশি চালিয়ে তার মৃতদেহ উদ্ধার করে, বাড়ির লোকজনরা মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয়রা খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরকে। ঘটনার স্থল থেকে অনন্যা কর্মকারকে গোমতি জেলা টেপানিয়া হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চার বছরের শিশু কন্যার জলে ডুবে মৃত্যুর ঘটনায় এক শোকের ছায়া নেমে এসেছে গোটা উদয়পুর মহকুমা জুড়ে ।

Related Post

Leave a Comment