Home » জেলা যুব মোর্চার জনসভা ঘিরে সাংবাদিক সম্মেলন

জেলা যুব মোর্চার জনসভা ঘিরে সাংবাদিক সম্মেলন

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

বুধবার রাজ্যে আসছেন সর্বভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি তেজস্বী সুরিয়া । সকাল সাড়ে দশটায় আগরতলা বিমানবন্দরে তার বিমান অবতরণ করবে । গোটা বিষয় নিয়ে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় ভারতীয় জনতা পার্টি গোমতী জেলা যুব মোর্চার সভাপতি সুকান্ত সাহা এক সাংবাদিক সম্মেলন করেন উদয়পুর জেলা বিজেপি কার্যালয়ে । সংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান , সকাল সাড়ে দশটায় ভারতীয় জনতা যুব মোর্চার সভাপতি তেজস্বী সুরিয়া বিমানবন্দরে নামার পর তাকে স্বাগত জানানোর জন্য যুব মোর্চার হাজার বাইক রেলি করে আগরতলা রবীন্দ্রভবনের সামনে এক বিশাল মিছিলের মধ্য দিয়ে তাকে স্বাগত জানাবে । সেখানে রবীন্দ্রভবনের সামনে যুব মোর্চার সম্বোধন করবেন সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি । পরে রাজ্য কমিটির সাথে এক বৈঠকে বসবেন তিনি । পরবর্তী সময়ে দুপুর ২:৩০ মিনিট নাগাদ মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর ময়দানে এক জনসভায় ভাষন রাখবেন তিনি । জনসভা শেষে বুধবার সন্ধ্যায় ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে সন্ধ্যা আরতিতে তিনি অংশগ্রহণ করবেন । পরবর্তী সময় গোমতীর জেলা যুব মোর্চার কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃত্বদের সাথে এক বৈঠকে বসবেন স্বল্প সময়ের জন্য । এদিনের সাংবাদিক সম্মেলন থেকে গোমতী জেলা যুব মোর্চা সভাপতি সুকান্ত সাহা আরো জানান বুধবারের জনসভায় দক্ষিণ ত্রিপুরা, গোমতী ত্রিপুরা ও সিপাহীজলা জেলা থেকে যুব মোর্চার কর্মীরা এক বড় মাত্রায় জনসভায় যোগ দেবে চন্দ্রপুর ময়দানে । তিনি আবেদন রাখেন যুব মোর্চার সকল কর্মীদেরকে সকলের যেন বুধবারের যুব মোর্চার জনসভায় অংশগ্রহণ করে । এদিনের সাংবাদিক সম্মেলন এছাড়া উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সম্পাদক সত্যজিৎ মজুমদার, গোমতি জেলা যুব মোর্চার সাধারণ সম্পাদক সানি সাহা সহ আরো অনেকে ।

You may also like

Leave a Comment