Home » ভালোবাসায় ব্যর্থ হয়ে প্রেমিকের মৃত্যু

ভালোবাসায় ব্যর্থ হয়ে প্রেমিকের মৃত্যু

by admin

প্রতিনিধি, উদয়পুর :-

ভালোবাসা ব্যর্থ হয়ে বিষ পান করলো এক যুবক। মৃত যুবকের নাম অভিজিৎ নট্ট দাস । ঘটনা উদয়পুর রাজারবাগ দাসপাড়া এলাকায় । জানা যায় , দীর্ঘ কয়েক বছর ধরে এক মেয়ের সাথে ভালোবাসা সম্পর্কে জড়িয়ে ছিল অভিজিৎ । কিন্তু মাঝপথেই ভালোবাসা সম্পর্কে ব্যাপক ফাটল ধরে । সম্পর্কে ফাটল ধরার আগেই অভিজিৎ কে তার বন্ধুরা বহুবার বুঝিয়েছিল । কিন্তু ভালবাসার তিক্ততা অনেক বেশি হওয়ার ফলে প্রেমিক অভিজিৎ নিজ বাড়িতে গিয়ে শনিবার রাতেই বিষ পান করে। এই ঘটনা দেখতে পেয়ে বাড়ির সকল সদস্যরা তাকে তড়িঘড়ি উদয়পুর টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য । কিন্তু হাসপাতালে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা তাকে রবিবার পর্যন্ত চিকিৎসা করানোর পর তার অবস্থা বেগতিক দেখে আগরতলা জিবি হাসপাতালে পাঠায় উন্নত চিকিৎসা করানোর জন্য । কিন্তু চিকিৎসকের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে প্রেমিক অভিজিৎ সোমবার রাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে । মঙ্গলবার দুপুরে বাড়ির সকল সদস্যরা তাকে নিজ বাড়িতে নিয়ে আসে এবং অভিজিৎ নট্ট দাসের আত্মীয় পরিজন থেকে শুরু করে তার নিকট বন্ধুরা তার শেষ যাত্রায় সাথী হয় । প্রেমিক বন্ধুর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে তার সকল বন্ধুরা। কিন্তু এই দিন সম্পর্কে ফাটল তৈরি করা সেই প্রেমিকাকে দেখা যায়নি অভিজিতের বাড়িতে । গোটা ঘটনায় শোকের ছায়া নেমে আসে উদয়পুর রাজারবাগ দাসপাড়া এলাকায় ।

You may also like

Leave a Comment