প্রতিনিধি, বিশালগড়, ২০ ডিসেম্বর।। সিপাহীজলা সংরক্ষিত বনাঞ্চল থেকে গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা। একশ্রেণির অসাধু বনদস্যু দীর্ঘদিন ধরে বনাঞ্চল সাফ করে দিয়ে বেআইনি পথে মুনাফা কামাচ্ছে। মঙ্গলবার গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সফলতা পায় চড়িলাম ফরেস্ট রেঞ্জ অফিসের বনকর্মীরা। এদিন গাছের লগ পাচারের খবর পেয়ে চড়িলাম গৌতম কলোনিতে অ্যাম্বুসে বসে বন আধিকারিক সুকান্ত দাসের নেতৃত্বে বনকর্মীরা। লগ বোঝাই বলেরো গাড়ি আটক করতে সক্ষম হয় তারা। গাড়ি ফেলে পালিয়ে যায় চালক। গাড়ি এবং লগ বাজেয়াপ্ত করা হয়েছে। গাড়ির নম্বর টিআর০১ আর ১৭২৭ । বনাধিকারিক সুকান্ত দাস জানান গাড়ির মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। যারা বন আইন লঙ্ঘন করে বনজ সম্পদ পাচার করছিল তাদের খুঁজে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। গাড়িতে প্রায় দেড় কাম মূল্যবান গাছের লগ ছিল।
126