ধর্মনগর প্রতিনিধি। গত কদিনের বিরামহীন ও ভারী বর্ষনে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বিভিন্ন এলাকা জলে প্লাবিত হয়েছে।তবে ত্রিপুরা-অসম সীমান্তের কুর্তি এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।গত সোমবার সকাল থেকে থেকে বুধবার বিকেল পর্যন্ত টানা বর্ষণে কূর্তি গ্রাম পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের মানিকনগর এলাকার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে।মিজোরামের জল আসামের বুক চিরে লঙ্গাই ও সিংলা নদী বেয়ে কুর্তি এলাকায় প্রবেশ করছে।মোট ১০ টি ছড়া এবং ৩টি নদীর জল মানিকনগর এলাকাকে জলমগ্ন করে ফেলেছে। বিশেষ করে কুর্তি নদী,থাল নদী ও কয়লা নদীর জল ঢুকে প্লাবিত করেছে বিস্তীর্ণ অঞ্চল।বর্তমানে কয়েকটি বাড়িতে জল ঢোকার পাশাপাশি একাধিক বাড়ির রাস্তাঘাট সহ বাড়ির উঠোনে জল ঢুকে পড়ে জলবন্দি হয়ে পড়েছেন স্থানীয় মানুষ। সমাজসেবিরা চাল,ডাল, সরিষার তেল,আলু,চিরা,গুড় সহ অন্যান্য খাদ্য সামগ্রী তুলে দিচ্ছেন জলবন্দি মানুষদের।তবে মিজোরাম ও অসমের জল তীব্র বেগে ধেয়ে আসছে আর ক্রমশ জলস্তর বৃদ্ধি পাচ্ছে।তাই মানিকনগর এলাকায় ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে।জলবন্দি জনগনরা জানান,কুর্তি জলাধার বিল রাজ্যের মধ্যে সবচেয়ে বড় জলাধার বলে পরিচিত।আর প্রতিবছর বর্ষাকালে মানিক নগর এলাকা বন্যার জলে প্লাবিত হয়। কিন্তু দীর্ঘ বাম শাসনে যেমন এই সমস্যা নিরসনে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি তেমনি রাম শাসনেও সেই একি অবস্থা। তাদের সমস্যা কেউই নিরসনের উদ্যোগ নেননি।বর্তমানে জলস্তর বৃদ্ধি পাওয়ায় চরম উৎকণ্ঠায় রয়েছেন ঐ এলাকার জনগণ।তাদের ছোট ছোট শিশু সহ আসবাপত্র ও গবাদিপশু নিয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেবার প্রস্তুতি নিচ্ছেন। কয়েকটি বাড়িতে জল প্রবেশ করায় পরিবারের লোকজন স্থানীয় সাব সেন্টারে আশ্রয় নিয়েছেন।তাই তাদেরকে বন্যার হাত থেকে রক্ষা করার জোরালো দাবি জানিয়েছেন মানিক নগর এলাকার জনগণ।
54