Home রাজনীতি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ অভ্যাস বর্গ সম্পন্ন

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের প্রদেশ অভ্যাস বর্গ সম্পন্ন

by admin
0 comment 70 views

প্রতিনিধি, বিশালগড় । সম্পন্ন হলো চারদিন ব্যাপি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ত্রিপুরা প্রদেশ অভ্যাস বর্গ । এবছর সিপাহীজলা জেলার বিশালগড় নগর শাখার অন্তর্গত অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয় অভ্যাস বর্গ। গত ১৫ থেকে ১৮ জুন প্রদেশ অভ্যাস বর্গে রাজ্যের বিভিন্ন প্রান্তের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন। অভ্যাস বর্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ত্রিপুরা প্রান্ত প্রচারক নিখিল শংকর নিবাসকর , পরিষদের ত্রিপুরা প্রদেশ সংগঠন মন্ত্রী শুভম শ্রীবাস্তব, ত্রিপুরার প্রদেশ মন্ত্রী সঞ্জিত সাহা সহ অন্যান্য জেলার কার্যকর্তারা। অভ্যাস বর্গে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তাদের ছাত্র স্বার্থে , রাষ্ট্রস্বার্থে কাজ করার দৃঢ় মানসিকতা গড়ার ওপর গুরুত্বারোপ করা হয়। বিদ্যার্থীদের মধ্যে জ্ঞানের বিকাশ , চরিত্র গঠন এবং একতাবদ্ধ ছাত্র সমাজ গড়ার মাধ্যমে বৈভবশালী ভারত গড়ার সংকল্প বাস্তবায়নের জন্য উৎসাহিত করা হয়। তাছাড়া ভারতীয় সংস্কৃতির আধারে সুষ্ঠু সুন্দর সমাজ গঠনের ওপর আলোচনা হয় । অভ্যাস বর্গের অন্তিম দিনে অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রক্তদান শিবির আয়োজন করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন অফিসটিলা স্কুলের এন এস এস ইউনিট সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা, বিভিন্ন সমাজ সেবীগণ, জনপ্রতিনিধি এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। এদিকে অভ্যাস বর্গকে কালিমালিপ্ত করার ষড়যন্ত্রের প্রতিবাদ জানান বিদ্যার্থী পরিষদের কার্যকর্তারা। অভ্যাস বর্গের কারণে স্কুল বন্ধ ছিল বলে অপপ্রচার করছে একাংশ। অপপ্রচারের জবাবে তারা জানান ছুটির দিনেই অভ্যাস বর্গ হয়েছে। তিনদিন স্কুল ছুটি ছিল। বাম জামানায় ছাত্র সংগঠনের আন্দোলনের নামে স্কুল বন্ধ রেখে ছাত্র ছাত্রীদের নিয়ে রোদ বৃষ্টিতে মিছিল মিটিং হয়েছে। ছাত্রদের কাছ থেকে চাঁদা আদায় করা হয়েছে। এগুলো রাজ্যের মানুষ দেখেছে। কিন্তু অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কখনো সেই পথে পা দেয়না। রাষ্ট্র এবং সমাজের মঙ্গলের জন্য কাজ করে এবিভিপি।

Related Post

Leave a Comment