ধর্মনগর প্রতিনিধি।। কাঞ্চনপুর মহকুমায় বিরোধী রাজনৈতিক দল গুলো ক্রমশ অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে। সোমবার বিরোধী রাজনৈতিক দল সিপিএম, তিপ্রা মথায় বড়সড় ভাঙন থেকে তা স্পষ্ট হয়ে উঠেছে।আসন্ন ২০২৪ শের লোক সভা নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে কেন্দ্র ও রাজ্যের শাসক দল বিজেপি। দলের পক্ষ থেকে প্রতিদিন নানা কর্মসূচির নেওয়া হচ্ছে।আর এই দলীয় কর্মসূচিতেই আকৃষ্ট হচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের সমর্থকরা । জানা গেছে কাঞ্চনপুরের দশদায় বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এক যোগদান সভার এক হাজারের বেশি নেতা কর্মী যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। সারা রাজ্যের মতো আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটি সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি শুরু করেছে।তারই অঙ্গ হিসেবে বিজেপি জনজাতি মোর্চা কাঞ্চনপুর মন্ডল কমিটির উদ্যোগে সোমবার দশদা দূর্গা মন্ডপ প্রাঙ্গণে এক যোগদান সভার আয়োজন করা হয়।আয়োজিত যোগদান সভায় প্রধান বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের উপজাতি কল্যান দপ্তরের মন্ত্রী বিকাশ দেববরর্মা, বিধায়ক প্রমোদ রিয়াং, বিজেপি জনজাতি মোর্চার মন্ডল সভাপতি বিমানজয় রিয়াং, বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য। এদিন দশদা বাজারে যোগদান সভায় বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের হাত ধরে বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ২৯৮ পরিবারে ১হাজার১২৬ জন জন কর্মী সমর্থক যোগদান করেন গেরুয়া শিবিরে। বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার উন্নয়ন মূলক প্রকল্প দেখে সাধারণ মানুষ খুশি । দেশের মধ্যে যে ভাবে উন্নয়ন মূলক কাজ হচ্ছে তাতে বিরোধী রাজনৈতিক দলের সদস্যরা খুশিতে গেরুয়া শিবিরে সামিল হচ্ছেন । তিনি বলেন আগামী লোকসভা সভা নির্বাচনে রাজ্যের দুটি আসনই ভারতীয় জনতা পার্টির দখলে যাবে ।এদিনের সভায় স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির কাঞ্চনপুর মন্ডল সভাপতি গৌতম রায় , সাধারণ সম্পাদক তাপসেন্দু নাথ ও বিজেপির উত্তর জেলা কমিটির সদস্য নাথ প্রমুখ ।
বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে ২৯৮ পরিবারে ১হাজার১২৬ জন জন কর্মী সমর্থক যোগদান করেন গেরুয়া শিবিরে।
by admin
written by admin
140