Home ত্রিপুরা হিন্দু গ্রামে খ্রিস্টান মিশনারী স্কুলের সামাজিক উদ্যোগ

হিন্দু গ্রামে খ্রিস্টান মিশনারী স্কুলের সামাজিক উদ্যোগ

by admin
0 comment 62 views

প্রতিনিধি,গন্ডাছড়া ১৮ ডিসেম্বর:- বড়দিন’কে সামনে রেখে গণ্ডাছড়া সেন্ট আর্নল্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের উদ্যোগে এক মাস ব্যাপী নানান সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়। এরই অঙ্গ হিসাবে সোমবার জয়কিশোর পাড়ায় আরো একটি সামাজিক কর্মসূচি পালন করা হয়। এদিন বিকাল চারটায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এলাকার গরিব দুস্থ পরিবার গুলির মধ্যে শীতকম্বল, চাল, ডাল, তেল প্রভৃতি সামগ্রী বিতরণ করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গন্ডাছড়া সেন্ট আর্নল্ড দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রিন্সিপাল ফাদার প্রসাদ রাও, ভাইস প্রিন্সিপাল ফাদার প্রবীণ, স্কুল ম্যানেজমেন্ট কমিটির সদস্য শশাঙ্কর রিয়াং , শিক্ষক পুলক চাকমা প্রমুখরা। সেখানে ফাদার প্রসাদ রাও সকলকে বড়দিনের আগাম শুভেচ্ছা জানান। তিনি বড়দিনের আনন্দ সকল ধর্মের মানুষের মধ্যে পৌঁছে দিতে একের পর এক নানান কর্মসূচি হাতে নেন। খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি হিন্দু ধর্মের মানুষের মধ্যেও বড়দিনের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিতে এ দিন জয়কিশোর পাড়ায় ভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেন। ফাদারের এই ধরনের অভিনব উদ্যোগ এলাকার সাধারণ মানুষের মধ্যে দারুন সাড়া পড়ে এবং আগামী দিনে এই ধরনের সামাজিক উদ্যোগ জারি থাকবে বলে ফাদার প্রসাদ রাও জানান।

Related Post

Leave a Comment