প্রতিনিধি কৈলাসহর:-আজ মহাকরণে সমুদ্রমন্থন সাহিত্য ও সামাজিক সংস্থার সদস্য সদস্যাদের এক প্রতিনিধি দল সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ,শ্রম এবং ক্রিড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন এবং ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করে নেন সংস্থার সদস্য সদস্যারা।এছাড়াও সংস্থার পক্ষ থেকে সংখ্যালঘু মনীপুরী জাতিগোষ্ঠীর স্বার্থে কয়েকটি দাবি তুলে ধরেন এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১৯৯৫ সাল থেকে বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষায় প্রাথমিক স্তরে পঠন পাঠন চালু থাকলেও আজ অবধি শিক্ষক নিয়োগ করা হয় নি।সেক্ষেত্রে ভাষা শিক্ষক নিয়োগের দাবি করা হয় মন্ত্রীর নিকট।এখানে উল্লেখ্য যে,সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচন চলাকালীন সময়ে দেশের গৃহমন্ত্রী অমিত শাহ্ ডলুগাও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় দাড়িয়ে গোটা সমাজকে কথা দিয়েছিলেন সেই কথাও তুলে ধরা হয় মন্ত্রীর নিকট।৩৯ টি বিদ্যালয় আছে যা বাড়িয়ে ৫০ টি করার দাবিও তুলে ধরা হয়।বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন কমিটির পুনঃগঠন করা কারণ উক্ত কমিটির মেম্বার মারা যাবার পর থেকে সঠিক কাজ হচ্ছে না ।
পাশাপাশি বিষ্ণুপ্রিয়া মণিপুরী উন্নয়ন পরিষদ গঠন করার ও দাবী জানানো হয়েছে।
পঞ্চম দাবীটি হচ্ছে,ত্রিপুরা চে পত্রিকা পুনরায় চালু করা এবং একজন স্থায়ী কর্মচারী নিয়োগ করা ইত্যাদি।
উক্ত সৌজন্য মূলক সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী ভাষা উন্নয়ন কমিটির সহ সভাপতি ব্রজমোহন সিংহ ( টিসিএস), লেখিকা ভানুমতি সিংহ,সমুদ্র মন্থন সাহিত্য ও সামাজিক সংস্থার সহ সভাপতি মধুমঙ্গল সিংহ,সম্পাদক অমিত সিংহ এবং কোষাধ্যক্ষ বিদ্যাকান্ত সিংহ প্রমুখরা।মন্ত্রী টিংকু রায় তাদের দাবি গুলো নিয়ে বিবেচনা করবেন বলে আশা ব্যক্ত করেছেন।
মহাকরণে সমুদ্রমন্থন সাহিত্য ও সামাজিক সংস্থার সদস্য সদস্যাদের এক প্রতিনিধি দল সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ,শ্রম এবং ক্রিড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিংকু রায় এর সাথে সৌজন্য মূলক সাক্ষাৎ করেন
82
previous post